স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা এখনও আগের মতোই আছে। বিশ্বের বিভিন্ন লিগে নিয়মিত খেলছেন তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলছেন সাকিব।
এই টুর্নামেন্টেই শারজাহ ওয়ারিয়র্জের হয়ে খেলেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরে তিনি বিপিএলে যোগ দিয়েছেন।
প্রতিপক্ষ দলে খেললেও আইএল টি-টোয়েন্টিতে সাকিব ও তাসকিনের দেখা হয়েছে এবং মাঠে কথাবার্তাও হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিপিএলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তাসকিন।
সাকিবের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তাসকিন বলেন, 'টি-টেন লিগে দুই দিন এবং আইএল টি-টোয়েন্টিতে দুই দিন সাকিবের সঙ্গে দেখা হয়েছে। যতটুকু দেখা হয়েছে মাঠেই, ভালো লেগেছে অনেকদিন পর কথা হয়েছে। সাকিব ভাইয়েরা আবু ধাবিতে ছিলেন, আমরা দুবাইতে ছিলাম। মাঠের বাইরে দেখা হয়নি। যতটুকু দেখা হয়েছে মাঠেই, ভালো লেগেছে অনেকদিন পর কথা হয়েছে।'
সম্প্রতি এক সাক্ষাৎকারে আবার জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। তবে রাজনৈতিক কারণে বিষয়টি জটিল হয়ে আছে। এ নিয়ে সাকিবের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না; এমন প্রশ্নে তাসকিন জানান,'এগুলো নিয়ে কোনো কথা হয়নি। কুশল বিনিময় হয়েছে, কথা হয়েছে খেলা নিয়ে। অন্য কোনো বিষয়ে কথা হয়নি।'
সাকিবের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলে তাসকিন বলেন, 'সাকিব ভাইয়ের এখন ফিটনেসের চেয়েও বড় জিনিস গেম অ্যাওয়ারনেস। যেকোনো দলের ওপর এটার অনেক প্রভাব আছে। অনেক অভিজ্ঞ, ৪০০'র ওপর টি-টোয়েন্টি ম্যাচ খেলা একজন খেলোয়াড়। যেকোনো দলের জন্যই এটা ইতিবাচক দিক। বাংলাদেশ দলের বিষয়টা আমার নিয়ন্ত্রণে নেই। তবে তার মতো খেলোয়াড়কে সবাই পেতে চায়।'