images

স্পোর্টস / ফুটবল

বিদ্রোহ থেকে শিরোপা, উন্মাদনা থেকে বৈষম্যে ভরা বাংলাদেশের ফুটবল

২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পিএম

চোখের নিমেষে উড়ে গেল ২০২৫! আর এই সময়টা বাংলাদেশের ফুটবল মাঠ যেন একটা হাই-ভোল্টেজ থ্রিলার। শুরুতে বিস্ফোরক বিদ্রোহ, মাঝে ঐতিহাসিক জয়ের আনন্দের বন্যা, তারকাদের জাদু আর শেষে গভীর প্রশ্ন নিয়ে বিদায়। এ বছর ফুটবলপ্রেমীরা পেয়েছেন হৃদয় ছোঁয়া সাফল্যের সঙ্গে তিক্ত হতাশার মিশ্রণ। চলুন, ফিরে দেখি সেই রোমাঞ্চকর যাত্রা...

নারী ফুটবলে বিদ্রোহের বিস্ফোরণ

বছরের প্রথম মাসেই যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত! অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আখতারসহ ১৮ তারকা খেলোয়াড় কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। মানসিক চাপ, বৈষম্যের গুরুতর অভিযোগে দল ছাড়ার হুমকি! বাফুফে তদন্ত করলেও ক্ষত পুরোপুরি সারেনি। কেউ ফিরেছেন, কিন্তু সাবিনা-কৃষ্ণারা ফুটসালের মাঠে নতুন আলো খুঁজছেন।

sabina_football

টাইগ্রেসদের ঐতিহাসিক স্বপ্নপূরণ

ঝড়ের মধ্যেই এলো আলোর ঝলক! প্রথমবার নারী সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দল দুটোই এশিয়া কাপের মূল পর্বে উঠল। ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে মিয়ানমার হার, লাওসে রানার্সআপ হয়ে যোগ্যতা। আর ঢাকায় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত রাজত্ব! ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ লাফ দিয়ে ১০৪-এ উঠে বিশ্বের নজর কাড়ল বাংলাদেশ। যদিও পরে কিছু হারে পিছিয়ে পড়া, সাফল্যের সাথে চ্যালেঞ্জের চিরন্তন লড়াই!

bd_womean_football_u19

হামজা-শমিতের জাদুতে উন্মাদনার ঝড়

এ বছরের সবচেয়ে উজ্জ্বল তারকা হামজা চৌধুরী! প্রিমিয়ার লিগের এই মিডফিল্ডার মার্চে ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক করেন। জুনে যোগ দেন শমিত শোম। দুজনকে ঘিরে স্টেডিয়ামে দর্শকের ঢল, টিকিটের জন্য পাগলামি, ফুটবল উন্মাদনা ছুঁয়েছে আকাশ!

ক্যাবরেরা বিতর্ক, ফুটসালের নতুন দিগন্ত ও মোহামেডানের রাজত্ব

পুরুষ দলে কোচ ক্যাবরেরার বিরুদ্ধে ফাহামিদুলকে না খেলানোয় সমর্থকদের আন্দোলন, পদত্যাগের দাবি। ফুটসালে নতুন শুর, পুরুষ দলের প্রথম এশিয়ান বাছাই, নারী দল পুনর্গঠন। আর ঘরোয়া লিগে রূপকথা, ২২ বছর পর ঢাকা মোহামেডান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। সুলেমান দিয়াবাতের নেতৃত্বে অপরাজেয় যাত্রা, যদিও লাইসেন্সিং জটিলতায় এএফসি কাপ মিস। নিষেধাজ্ঞার ছায়ায় ক্লাবগুলো, আর্থিক শৃঙ্খলার প্রশ্ন বারবার।

cabera

স্পন্সরের হাসি, কিন্তু গভীর প্রশ্ন

সাফল্যে স্পন্সর বেড়েছে, দীর্ঘমেয়াদি চুক্তি, এএফসি অ্যাওয়ার্ড। কিন্তু মাঠের মান, সম্প্রচারের দুর্বলতা, আয়-ব্যয়ের অস্বচ্ছতা সমালোচনা থামেনি। সবচেয়ে তিক্ত স্মৃতি ২০২৪ সাফ জয়ের পুরস্কার এখনো পাননি নারী ফুটবলাররা, অথচ পুরুষ দল ভারত হারানোয় পেয়েছে কোটি টাকা। এই বৈষম্যই যেন বছরের সবচেয়ে বড় কাঁটা!

২০২৫ দিয়েছে অগণিত স্বপ্নের রসদ- ইতিহাস, তারকা, উন্মাদনা। কিন্তু রেখে গেছে অমীমাংসিত প্রশ্নের ভার। ২০২৬ কি এসবের জবাব দিয়ে নতুন আলো জ্বালাবে? লাল-সবুজ প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায়!

এসটি