স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে তিনি নিয়মিত উইকেট তুলে দলের বড় ভরসা ছিলেন। তবে পুরো টুর্নামেন্ট খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় মাঝপথেই দেশে ফিরতে হয়েছে তাকে।
মুস্তাফিজ ২৩ ডিসেম্বর পর্যন্ত আইএলটি-টোয়েন্টি খেলার অনুমতি পেয়েছিলেন। ২৪ ডিসেম্বর তার দলের ম্যাচ থাকায় সেটি খেলে এরপর দেশে ফেরেন তিনি।
মুস্তাফিজ চলে যাওয়ায় তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে দুবাই ক্যাপিটালস। বাংলাদেশি এই পেসারের জায়গায় কানাডার পেসার কলিম সানাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস জানায়, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন কলিম সানা।
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত ফর্মে। টুর্নামেন্ট ছাড়ার সময় তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমি রেটে ১৫টি উইকেট নেন তিনি। দলের প্রয়োজনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই টাইগার পেসার। পুরো আসর খেলতে পারলে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আরও ওপরে থাকতে পারতেন তিনি।
এদিকে দেশে ফিরে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান।