images

স্পোর্টস / ফুটবল

রুকের ৬৫ বছরের রেকর্ডে পাশে রোনালদোর নাম

স্পোর্টস ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম

ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিকের খুব কাছেই ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল আখদৌদের বিপক্ষে ম্যাচে তিনি তিনবার বল জালে পাঠালেও ভিএআরের কারণে তৃতীয় গোলটি বাতিল হয়। ফলে হ্যাটট্রিক হয়নি, তবে জোড়া গোল করেই ম্যাচের নায়ক হন তিনি।

সৌদি প্রো লিগে এই ম্যাচে আল নাসর ৩-০ গোলে জয় পায়। রোনালদো দুটি গোল করেন। বাকি একটি গোল করেন তার পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।

এক মাসেরও বেশি সময় পর লিগের ম্যাচে নেমেই দারুণ পারফরম্যান্স দেখান ৪০ বছর বয়সী এই তারকা। এই দুই গোলের মাধ্যমে রোনালদো ছুঁয়ে ফেলেছেন ৬৫ বছরের পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড।

রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে অবিশ্বাস্য দিক হলো ৩০ বছর বয়সের পর তিনি আগের চেয়েও বেশি গোল করেছেন। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ৩০ বছরে পা রাখার আগে তিনি ৭১৮ ম্যাচে ৪৬৩ গোল করেছিলেন। গড়ে প্রতি ১২২ মিনিটে একটি করে গোল করেন তিনি।

কিন্তু ৩০ পেরোনোর পর যেন আরও ভয়ংকর হয়ে উঠেছেন রোনালদো। গত ১০ বছরে তিনি করেছেন ৪৯৩ গোল। এই গোলসংখ্যা দিয়ে তিনি ভাগ বসিয়েছেন ইংলিশ ফুটবলার রনি রুকের রেকর্ডে।

ফুটবলের পরিসংখ্যান সংস্থা আরএসএসএসএফের তথ্য অনুযায়ী, রনি রুক ৩০ বছর বয়সের পর ৪৯৩ গোল করে ৬০ বছরেরও বেশি সময় ধরে এই রেকর্ড এককভাবে ধরে রেখেছিলেন। তিনি আর্সেনাল, ক্রিস্টাল প্যালেস ও ফুলহামের হয়ে খেলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও ফুটবল চালিয়ে যান রনি রুক এবং রয়্যাল এয়ার ফোর্সে দায়িত্ব পালন করেন।

আজ আল আখদৌদের বিপক্ষে ৩১ মিনিটে প্রথম গোল এবং প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেই সেই রেকর্ডে ভাগ বসান রোনালদো।

রোনালদোর বর্তমান ফিটনেস বিবেচনায় এই রেকর্ড ভেঙে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। আগামী ৩০ ডিসেম্বর আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচেই তিনি এককভাবে রেকর্ডের মালিক হতে পারেন।

সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৯৫৬টি। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছাকাছি পৌঁছে গেলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।