images

স্পোর্টস / ক্রিকেট

মেলবোর্নে ১৪ বছর পর টেস্টে জয়ের কারণ জানালেন রুট

স্পোর্টস ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

দীর্ঘ ১৪ বছর পর অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে জয়খরা কাটাল বেন স্টোকসের দল। জয়ের খরা কাটানোকে সাহসিকতা ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ফল বলে মন্তব্য করেছেন ইংল্যান্ড ব্যাটার জো রুট। বিপজ্জনক ও কঠিন উইকেটে হওয়া এই ম্যাচকে তিনি আখ্যা দিয়েছেন ‘ফাস্ট-ফরওয়ার্ড’ টেস্ট।

ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক রুট বলেন, ‘উইকেটের কারণে ম্যাচটা খুব দ্রুত এগিয়েছে। তবে আমরা যতটা সম্ভব মানিয়ে নিয়েছি এবং সুযোগ পেলেই সেটার সদ্ব্যবহার করেছি। ব্যাট হাতে আজ আমরা সাহস দেখিয়েছি, আর সেটাই জয়ের বড় কারণ।’

এদিকে রান তাড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখা জ্যাকব বেথেল বলেন, ‘চাপের দিনে দলের জয়ে ভূমিকা রাখতে পারা তার জন্য বিশেষ অনুভূতির।’ পাঁচ নম্বর টেস্ট ক্যারিয়ারে চার নম্বরে নেমে ৪৬ বলে ৪০ রান করেন তিনি।

বেথেল বলেন, ‘জয়ের জন্য অবদান রাখতে পারাটা দারুণ ছিল। এমন বড় মঞ্চের অভিজ্ঞতা আগে হয়নি। গতকাল ও আজ মিলিয়ে প্রায় ৯২-৯৩ হাজার দর্শকের সামনে খেলাটা সত্যিই বিশেষ।’

পার্থের পর মেলবোর্ন টেস্টও শেষ হলো মাত্র দুই দিনে। এর মাধ্যমে ১২৯ বছর পর অ্যাশেজে একই সিরিজে দুটি টেস্ট দুই দিনে শেষ হওয়ার নজির গড়লো ক্রিকেট ইতিহাস। পার্থ টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল মাত্র ৮৪৭ বলে। আর মেলবোর্ন টেস্টে ইংল্যান্ড জয় তুলে নেয় ৮৫২ বলে। সব মিলিয়ে এবারের অ্যাশেজ সিরিজের প্রথম চারটি টেস্ট শেষ হয়েছে মাত্র ১৩ দিনে।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে মাত্র ১৫২ রান। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ১১০ রানে। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। স্বাগতিকরা গুটিয়ে যায় ১৩২ রানে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ট্রাভিস হেড।
স্টিভেন স্মিথ করেন ২৪ এবং ক্যামেরুন গ্রিন করেন ১৯ রান। আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। ইংল্যান্ডের পক্ষে ব্রাইডন কার্স নেন ৪টি উইকেট।

জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ছিল ১৭৫ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ভালো শুরু এনে দেন। তারা গড়েন ৫১ রানের জুটি। ডাকেট ২৬ বলে ৩৪ রান করে মিচেল স্টার্কের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন। এরপর ব্রাইডন কার্স মাত্র ৬ রান করে আউট হন। দলীয় ১১২ রানে ৩৭ রান করে ক্রলি এলবিডব্লিউ হন স্কট বোল্যান্ডের বলে।

এরপর প্রথমবার অ্যাশেজ খেলতে নামা জ্যাকব বেথেল কিছুটা লড়াই করেন। তবে ১৩৭ রানে তিনিও বোল্যান্ডের বলে আউট হন। জো রুট করেন ১৫ রান, তিনিও এলবিডব্লিউ হন। পরে স্টোকসও উইকেট হারান। শেষ পর্যন্ত জেমি স্মিথ ও হ্যারি ব্রুক দায়িত্বশীল ব্যাটিং করে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন।