images

স্পোর্টস / ক্রিকেট

জাকির মৃত্যুর কথা বিশ্বাসই হচ্ছে না: শরিফুল

স্পোর্টস ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাঁর এমন মৃত্যু মানতে পারছেন না ক্রিকেটারসহ দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা।

কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।  

খবরটা শুনে বিশ্বাস করতে পারছেন না টাইগার পেসার শরিফুল ইসলামও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না, আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়-প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো।'

'গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।' 

মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর তিনি কোচিংয়ে যুক্ত হন। বোর্ডের অধীনে এবং ঘরোয়া ক্রিকেটে তিনি বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। জাতীয় দলের অনেক পেসারের সঙ্গে, বিশেষ করে মাশরাফি ও তাসকিন আহমেদের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন ঠিক করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাকি।