images

স্পোর্টস / ক্রিকেট

‘বন্ধুত্ব মাঠের বাইরে থাকুক, মাঠে থাকবে শুধু প্রতিদ্বন্দ্বিতা’

স্পোর্টস ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের পর মাঠে খেলোয়াড়দের আচরণ নিয়ে কড়া মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।

ম্যাকগ্রার মতে, বর্তমান ক্রিকেটে খেলোয়াড়রা মাঠে অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করছে, যা তার একদমই পছন্দ নয়। এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নানা দেশের খেলোয়াড়রা একসঙ্গে খেলায় আন্তর্জাতিক ক্রিকেটে আগের মতো আগ্রাসী মনোভাব ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা কমে গেছে বলে মনে করেন তিনি।

একটি পডকাস্টে ম্যাকগ্রা বলেন, ‘মাঠে বোলার ও ব্যাটসম্যানকে ওভারের শেষে কাঁধে হাত রেখে হাঁটতে দেখা যায়, একসঙ্গে হাসাহাসি করতে দেখা যায়। তার মতে, এসব একদমই অনুচিত। বন্ধুত্ব মাঠের বাইরে থাকুক, মাঠে থাকবে শুধু প্রতিদ্বন্দ্বিতা। এমন আচরণ দেখলে ম্যাচ রেফারির হস্তক্ষেপ করা উচিত, এমনকি জরিমানাও করা দরকার বলে মনে করেন তিনি।’

এ ছাড়া ইংল্যান্ড দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ম্যাকগ্রা। সম্প্রতি এক কলামে তিনি লেখেন, ‘ইংল্যান্ডের ব্যর্থতার কারণ খেলোয়াড়দের দক্ষতার অভাব নয়। জো রুট ও বেন স্টোকস ইংল্যান্ডের ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকলেও তারা কখনো অস্ট্রেলিয়ায় টেস্ট জিততে পারেননি। ম্যাকগ্রার মতে, এটি সামর্থ্যের নয়, বরং মানসিকতার সমস্যা।’

এই সিরিজে ইংল্যান্ড প্রথম টেস্টে মাত্র দুই দিনের মধ্যেই ৮ উইকেটে হেরে যায়। দ্বিতীয় টেস্টেও তারা একই ব্যবধানে পরাজিত হয়। তৃতীয় টেস্টে সিরিজে টিকে থাকার শেষ সুযোগ থাকলেও ৮২ রানে হেরে যায় ইংল্যান্ড। ফলে মেলবোর্ন ও সিডনির দুটি টেস্ট বাকি থাকতেই অ্যাশেজ ধরে রাখে অস্ট্রেলিয়া।