images

স্পোর্টস / ক্রিকেট

১৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম

দীর্ঘ ১৪ বছর পর অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে জয়খরা কাটাল বেন স্টোকসের দল।

মাত্র দুই দিনের মধ্যেই শেষ হয় ম্যাচটি। অস্ট্রেলিয়ার দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে সহজেই জিতে নেয় ইংল্যান্ড। যদিও এই জয়ে সিরিজ জেতা সম্ভব হয়নি, কারণ আগের তিন টেস্টেই হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল সফরকারীরা।

২০১১ সালের জানুয়ারিতে সিডনিতে সর্বশেষ অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছিল ইংল্যান্ড। এরপর টানা ১৮টি টেস্টে জয় পায়নি তারা, যার মধ্যে ১৬টিতেই হারতে হয়েছে। অবশেষে মেলবোর্নে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো।

ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। আগের দিন বিনা উইকেটে ৪ রান নিয়ে খেলা শুরু করলেও পুরো ইনিংসে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেন।

ট্রাভিস হেড সর্বোচ্চ ৪৬ রান করেন। স্টিভেন স্মিথ ২৪ রানে অপরাজিত থাকেন এবং ক্যামেরন গ্রিন করেন ১৯ রান।

ইংল্যান্ডের হয়ে ব্রেডন কার্স ৪টি ও অধিনায়ক বেন স্টোকস নেন ৩টি উইকেট। জশ টাং নেন ২টি এবং গাস অ্যাটকিনসন নেন ১টি উইকেট।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এই জয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘদিনের হতাশা কাটাল ইংলিশরা।