images

স্পোর্টস / ক্রিকেট

৩১ লাখ টাকার হীরাখচিত ট্রফি আসছে বিপিএলে

স্পোর্টস ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

নানা আলোচনা-সমালোচনার পর শুক্রবার থেকে সিলেটের মাটিতে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। সাধারণ ফ্রাঞ্চাইজি লিগে ট্রফিসহ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্ট। তবে এবারের বিপিএলে ট্রফি ছাড়াই উদ্বোধন হয়েছে। 

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নতুন একটি ট্রফি প্রস্তুত করা হয়েছিল। তবে প্রাথমিকভাবে আনা ট্রফিটি ততটা সন্তোষজনক ছিল না, তাই আয়োজনকারী কমিটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

তিনি বলেছেন, ‘আসলে যেই ট্রফিটা আগের ছিল এটা গতানুগতিক ট্রফি। ওটা পরিবর্তন করে নতুন একটা ট্রফি আনা হয়েছে। পরবর্তীতে সেটা পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে এবং খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে।’

‘একটা হিকাপের মধ্য দিয়ে গেছে সবকিছু। খুব কম সময়। আবার আমরাও পরিবর্তন করতে চেয়েছি। আগের ট্রফি যদি থাকতো তাহলে আর কোনো এই প্রশ্ন আসতো না। আশা করি, আপনারা এটা পছন্দ করবেন। যে ট্রফিটি দেখবেন তা সেরা হবে। ইম্পোর্ট করে নিয়ে আসতেছি ট্রফি।’

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘যেই ট্রফি অর্ডার করা হয়েছে, ওটা ডায়মন্ড স্টাডেড ট্রফি। ২৫ হাজার ইউএস ডলার মূল্যের (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩২ লাখ টাকা।)। এটা রিসিভ করতে একটু ডিলে হচ্ছে। ইনশাআল্লাহ তাড়াতাড়ি ট্রফিটা চলে আসবে। দেখলে আপনাদের ভালো লাগবে।’

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘আমাদের ডিসিশন হলো, ট্রফি আমরা উন্মোচন করবো এবং আপনাদের ডাকবো।’