স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ এএম
বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসকে বড় ব্যবধানে হারাল চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে মাত্র ১০৯ রানেই অলআউট হয়ে যায় নোয়াখালী। ফলে ৬৫ রানের দাপুটে জয়ে আসর শুরু করল শেখ মেহেদীর দল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ১৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে নোয়াখালী এক্সপ্রেসের ওপেনার হাবিবুর রহমান সোহান ও মাজ সাদাকাত ভাল শুরু করলেও তৃতীয় ওভারে শরিফুল ইসলামের শিকার হয়ে ১৫ রানে আউট হন সোহান। দ্রুত বিদায় নেন সাব্বির হোসেন ও অধিনায়ক সৈকত আলী। সাব্বিরকে আউট হন মেহেদীর বলে এবং সৈকত আলীর উইকেট নেন তানভীর ইসলাম।
দলের বিপদে ভরসা হতে পারেননি উইকেট কিপার জাকের আলী অনিকও, মাত্র ৬ রান করে শেখ মেহেদীর স্পিনে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন তিনি।
দ্রুতই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে নোয়াখালী। মাঝপথে ওপেনার মাজ সাদাকাত (৩৮) এবং আবু হায়দার রনি (২৮) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ১০৯ রানে অল আউট হয় নোয়াখালী।
চট্টগ্রামের হয়ে বাঁহাতি স্পিনার তানভির ইসলাম নিয়েছেন সর্বোচ্চ ৩টি উইকেট। এছাড়া শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ প্রত্যেকে শিকার করেন ২টি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগ। শেষ দিকে অধিনায়ক শেখ মেহেদী হাসানের ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস ৬ উইকেটে ১৭৪ রান করে চট্টগ্রাম রয়্যালস।
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সাব্বির হোসেন ২টি এবং হাসান মাহমুদ, মেহেদী রানা, জহির খান ও মাজ সাদাকাত ১টি করে উইকেট নেন।
এমএইচআর