images

স্পোর্টস / ফুটবল

‘ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ মাইনু’

স্পোর্টস ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনায় কোবি মাইনু গুরুত্বপূর্ণ অংশ, এ কথা স্পষ্ট করে জানালেন প্রধান কোচ রুবেন আমোরিম। তবে বর্তমানে দলের পরিস্থিতিতে তরুণ এই মিডফিল্ডারকে সুযোগের জন্য অপেক্ষা করতে হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

২০ বছর বয়সী মাইনু চলতি মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়মিত নন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে খেললেও শুরুর একাদশে ছিলেন মাত্র একবার। গত সপ্তাহে আমোরিম বলেছিলেন, জায়গা পেতে মাইনুকে ‘নিজের জন্য লড়াই’ করতে হবে। কিন্তু অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের আগে অনুশীলনে কাফে চোট পাওয়ায় আপাতত সেই সুযোগও বন্ধ হয়ে গেছে তার জন্য।

তবু দীর্ঘমেয়াদি ভাবনায় মাইনুকে গুরুত্ব দিচ্ছেন ইউনাইটেড কোচ। আমোরিম বলেন, “কোবি মাইনু সবসময়ই সুযোগ পাবে। সে একাধিক পজিশনে খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডে, তিন মিডফিল্ডার হলে, কিংবা শেষ ম্যাচে মেসন মাউন্ট যে ভূমিকায় খেলেছে সেই নাম্বার টেন পজিশনেও। আমার অনুভূতি হলো, সে ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ। তাকে শুধু সুযোগের জন্য অপেক্ষা করতে হবে, ফুটবলে দুই দিনের মধ্যেই সব বদলে যেতে পারে।”

জানুয়ারিতে মাইনুকে ধারে পাঠানোর সম্ভাবনাও নাকচ করে দেন আমোরিম, বিশেষ করে তার সাম্প্রতিক চোটের কথা মাথায় রেখে। তবে শর্ত জুড়ে দিয়ে বলেন, উপযুক্ত বিকল্প ছাড়া কাউকে ছাড়াও কঠিন। “আমরা যদি কাউকে না আনি, তাহলে কাউকে ছাড়াও কঠিন হবে,” যোগ করেন তিনি।

দলের মিডফিল্ড শক্তিশালী করা জরুরি হলেও ট্রান্সফার উইন্ডো সামনে রেখে আরও কিছু বিষয় বিবেচনায় আছে। ক্যাসেমিরো ও হ্যারি ম্যাগুয়েরের চুক্তি আগামী গ্রীষ্মে শেষ হচ্ছে (ক্যাসেমিরোর ক্ষেত্রে ১২ মাসের অপশন আছে)। তবে এ নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে চান না আমোরিম। “এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের সামনে অনেক কাজ,” বলেন তিনি।

নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের আগে ইউনাইটেড কোচ জানান, জানুয়ারিতে নতুন খেলোয়াড় না এলে তিনি হতাশ হবেন না। “ক্লাবের একটা পরিকল্পনা আছে, আমরা সেটাতেই থাকব। যদি এমন কাউকে আনার সুযোগ পাই, যাকে আমরা ক্লাবের ভবিষ্যৎ মনে করি, সে আসবে,” বলেন আমোরিম।