images

স্পোর্টস / ক্রিকেট

নাটকীয়তা, অপেশাদারিত্ব আর অনিশ্চয়তা নিয়েই আজ শুরু বিপিএল 

স্পোর্টস ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম শুনলেই এখন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে বিতর্ক, নাটকীয়তা আর অপেশাদারিত্বের কথা। দেশীয় এ ফ্র্যাঞ্চাইজি লিগের গত আসরের বিশৃঙ্খলা, অপেশাদারিত্বের কথা এখনো দর্শকদের মনে তাজা। বিসিবির নির্বাচিত নতুন বোর্ডের অধীনে এবারের আসর অনেকটা নির্বিঘ্নেই আয়োজিত হবে, এমন প্রত্যাশা থাকলেও তা আর শেষ পর্যন্ত হল না। উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগের দিন একাধিক নাটকীয় আর বিরল ঘটনা ঘটল। এসব নাটকীয়তা, অপেশাদারিত্ব আর অনিশ্চয়তা নিয়েই আজ মাঠে গড়াবে টুর্নামেন্ট। 

এবারের বিপিএল শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে। টুর্নামেন্ট শুরুর আগের দিনই ঘটল বিরল এক ঘটনা। প্রত্যাশা অনুযায়ী পৃষ্ঠপোষক না পাওয়া এবং অর্থ সংকুলান করতে না পারায় বিসিবিকে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছাড়ার কথা জানায় দলটির ফ্র্যাঞ্চাইজি মালিক। বাধ্য হয়েই তাই চট্টগ্রামের মালিকানা বুঝে নিয়েছে বিসিবি। দলটির নতুন টিম ম্যানেজম্যান্টও নিয়োগ দেওয়া হয়েছে। ক্রিকেটারদেরও আশ্বস্ত করেছে বিসিবি। 

এদিকে মালিকানা ছাড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল দুপুরে দেখা মিলল আরেক বিতর্কিত ঘটনার। ফ্র্যাঞ্চাইজির ওপর বিরক্ত হয়ে রাগে-ক্ষোভে দলকে স্টেডিয়ামে রেখেই চলে যান নোয়াখালী এক্সপ্রেসের দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জোবায়ের। জানা গেছে, অনুশীলনে আসার পর নাকি মাত্র ৩টি বল দেওয়া হয় সহকারী কোচ তালহা জুবায়েরকে। এ নিয়ে ক্ষুব্ধ হয়েই খালেদ মাহমুদের মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত। নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচের দায়িত্বে থাকবেন না বলেও জানিয়ে যান তখন।

পরে অবশ্য মন কষাকষির অবসান হয়েছে। খালেদ মাহমুদ জানিয়েছেন, টুর্নামেন্টজুড়েই নোয়খালীর সঙ্গে থাকবেন তিনি। বিপিএল শুরুর আগের দিন বিতর্কিত ও নাটকীয় এ দুই ঘটনায় তাই সমর্থকদের বিপিএল উন্মাদনায় অনেকটাই ভাঁটা পড়েছে। নির্বিঘ্নে সুন্দর একটি টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন কি না তা নিয়েও আছে অনিশ্চয়তা। এদিকে উদ্বোধনী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এসে দেখেন পেছনে বিজ্ঞাপনের কোনো বোর্ড নেই। পরে সেখান ঠেলে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, রাজশাহীর টিম বাসের সামনে দাঁড়িয়ে।

এদিকে বিজ্ঞাপন বোর্ড না থাকার কারণে বিসিবি তখনও বিপিএলের টাইটেল স্পন্সর চূড়ান্ত করতে পারেনি। মাঠের চারপাশ ঘিরে থাকা ডিজিটাল বিজ্ঞাপনের বোর্ডও দেখা যায়নি। তবে এসব অনিশ্চয়তার মাঝেও সবাই মিলে টুর্নামেন্ট সামনে এগিয়ে নেওয়ার কথাই বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এসব অনিশ্চয়তা আর অপেশাদারিত্ব নিয়েই আজ মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। বেলা ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচের আগে হওয়ার কথা রয়েছে ১৫ মিনিটের একটা উদ্বোধনী অনুষ্ঠানও। রাত পৌনে ৮টায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস।