images

স্পোর্টস / ক্রিকেট

চট্টগ্রাম রয়্যালসে নাঈমের ১ কোটি ১০ লাখ টাকার কী হবে

স্পোর্টস ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর মাঠে গড়াবে আগামীকাল। তবে বিপিএলের পর্দা ওঠার আগেই শুরু হয়েছে বিতর্ক। আজ সকালেই জানা যায়, চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছাড়তে চায় মালিকপক্ষ। পরে বন্দরনগরীর দলটির মালিকানা বুঝে নিয়েছে বিসিবি। 

মালিকানা প্রত্যাহারের আবেদন জানিয়ে বিসিবিতে একটি চিঠি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক আবদুল কাইয়ুম। চট্টগ্রামের মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই এ নিয়ে সমালোচনা ছিল। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা–ও দেয়নি তারা। ফলে দলটির বিদেশি ক্রিকেটাররাও আসতে চাইছিলেন না। 

এদিকে বিপিএলের নিলামে রীতিমত ঝড় তুলেছিল চট্টগ্রাম। শুরুতেই সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় ওপেনার মোহাম্মদ নাঈমকে দলে নেয় বন্দরনগরীর দলটি। তবে মালিকপক্ষ মালিকানা ছাড়ায় ক্রিকেটারদের পারিশ্রমিকের কি হবে তা নিয়ে নানা জল্পনা সমর্থকদের মনে। 

এ বিষয়ে দেশের একটি জাতীয় দৈনিককে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, ‘আজকে সকালে আমরা খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম। ওদের বলেছি যাঁদের সঙ্গে চুক্তির কাগজ আছে, তাঁরা টাকা পাবেন। যাঁদের কাগজ নেই, তাঁদের সঙ্গে আমরা নতুন করে চুক্তি করব।’

এদিকে মালিকানা ছাড়ায় পরিবর্তন এসেছে চট্টগ্রামের টিম ম্যানেজম্যান্টেও। মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুল বাশারকে। এ ছাড়া প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান ও ম্যানেজার হিসেবে নাফিস ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে।