images

স্পোর্টস / ফুটবল

‘ব্রুনো ফের্নান্দেসের শূন্যতা পূরণ করা সম্ভব নয়’

স্পোর্টস ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

ব্রুনো ফার্নান্দেসের চোটে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে অধিনায়ককে হারানোর মুহূর্তটাকেই সুযোগ হিসেবে দেখছেন কোচ রুবেন আমোরিম। তাঁর বার্তা স্পষ্ট, এখন অন্যদেরই দায়িত্ব নিতে হবে।

অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে ‘সফট টিস্যু ইনজুরি’তে পড়েন ব্রুনো। আমোরিম জানান, তিনি খুব শিগগিরই ফিরবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু শুক্রবার নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে ইউনাইটেড শুধু ব্রুনো নয়, মিডফিল্ডার কোবি মাইনুকেও পাবে না।

বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আমোরিম বলেন, “ব্রুনোকে বদলি করা অসম্ভব। আজ সকালেই এটা আমি দলকে বলেছি। কিন্তু যদি কোনো ভালো দিক থাকে, সেটা হলো, এখন অনেককে সামনে এসে দায়িত্ব নিতে হবে। সবকিছুর জন্য একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করা যাবে না।”

চলতি প্রিমিয়ার লিগে ৫১টি সুযোগ তৈরি করে ইংলিশ শীর্ষ লিগের সবচেয়ে সৃষ্টিশীল খেলোয়াড় ব্রুনো। সেট-পিসে তাঁর অবদানও বিশাল। আমোরিম বলেন, “আমরা ব্রুনোকে হারাচ্ছি সেট-পিসে, আবার ব্রায়ান (এমবেউমো) ও আমাদ (ডায়ালো)কেও পাচ্ছি না। এটা দলের জন্য বড় চ্যালেঞ্জ। তবে একই সঙ্গে এটা অন্যদের জন্য সুযোগ, নেতৃত্ব দেখানোর সুযোগ।”

অধিনায়কের নেতৃত্ব না থাকলে সবচেয়ে বেশি কী মিস করবেন, এই প্রশ্নে আমোরিমের উত্তর ছিল এক শব্দে, “সবকিছু।” তিনি যোগ করেন, “ব্রুনো মাঠের প্রতিটি পজিশন বোঝে, ছোট ছোট বিষয়েও নজর রাখে। বদলি নামলে সেট-পিসে কার কোথায় দাঁড়াতে হবে, সব সময় সে-ই নির্দেশ দেয়। কিন্তু এখন লিসান্দ্রো মার্তিনেজ, লুক শ’দের মতো খেলোয়াড়দের সামনে আসতে হবে।”

ভিলা ম্যাচে বদলি হিসেবে নেমে ভালো ছাপ রাখা জ্যাক ফ্লেচারের প্রশংসাও করেন ইউনাইটেড কোচ। বলেন, “আমাদের নতুন পথ খুঁজতে হবে। জ্যাক ভালো কাজ করেছে। এই সুযোগগুলো তরুণদের দিতে হবে। সমাধান আমরা খুঁজে নেব।”

বর্তমানে লিগ টেবিলে সপ্তম স্থানে ইউনাইটেড, চ্যাম্পিয়ন্স লিগ অঞ্চলের থেকে তিন পয়েন্ট পিছিয়ে। নিউক্যাসলের পর তাদের সামনে অপেক্ষা করছে উলভস, লিডস, বার্নলি ও ব্রাইটনের বিপক্ষে ম্যাচ। এরপরই টানা দুই কঠিন লড়াই, ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের বিপক্ষে।

শেষ আট লিগ ম্যাচে মাত্র দুটি জয় পেলেও আমোরিম আশাবাদী, “আমি বিশ্বাস করি, আমরা যে কোনো ম্যাচ জিততে পারি। কিছু সমস্যা আছে, কিছু খেলোয়াড় নেই—তবুও আমি দলের ওপর আস্থা রাখি। ফোকাস ঠিক রাখতে পারলে, আমরা জিততে পারব।”