images

স্পোর্টস / ক্রিকেট

‘ব্রুক নিজের প্রতিভাকেই ছোট করছে’

স্পোর্টস ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুককে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে নিজের ব্যাটিং স্টাইল বদলানোর পরামর্শ দিয়েছেন। চলমান অ্যাশেজ সিরিজে ব্রুকের শুরুটা যেমন ঝলক দেখিয়েছে, তেমনি হতাশাও ছড়িয়েছে। ইংল্যান্ড দলের সামগ্রিক পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি যেন তা। ৩–০ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়ে যাওয়ার পর ব্রুকের একের পর এক গুরুত্বপূর্ণ সময়ে আউট হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

ছয় ইনিংসে ১৭৩ রান করে জো রুট ছাড়া ইংল্যান্ডের অন্য সবার চেয়ে এগিয়ে থাকলেও, ব্রুক পেয়েছেন মাত্র একটি হাফসেঞ্চুরি। আর তার কয়েকটি আউট এসেছে ম্যাচের টার্নিং পয়েন্টে।

আইসিসি রিভিউতে পন্টিং বলেন, “আমি হ্যারি ব্রুককে ভীষণ পছন্দ করি। তাকে দেখার মতো ব্যাটার খুব কমই আছে। কিন্তু কিছু কিছু আউটে মনে হয়, সে নিজের প্রতিভাকেই যেন ছোট করে দেখাচ্ছে। ওর এমন কিছু শট খেলার কোনো প্রয়োজন নেই।”

পন্টিং মনে করিয়ে দেন, ব্রুক দীর্ঘদিন ধরে জো রুটকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে। “এটা জো রুটের সমালোচনা নয়, কিন্তু প্রতিভার দিক থেকে হ্যারি ব্রুকও কম নয়। তবু স্কট বোল্যান্ডের ইয়র্কারে ল্যাপ শট খেলতে গিয়ে যেভাবে আউট হলো যখন দলের ৪৩৫ রান তাড়া করতে বড় ইনিংস দরকার, সেটা মোটেও প্রয়োজনীয় ছিল না।”

পন্টিংয়ের মতে, ব্রুকের এমন আউটগুলো ইংল্যান্ডের ড্রেসিংরুমেও হতাশা তৈরি করছে। “আমি সমালোচনা করছি ঠিকই, কিন্তু তার সতীর্থ কিংবা কোচরা হয়তো এর চেয়েও বেশি হতাশ। কারণ এ ধরনের ভুলই এই অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ডুবিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “ওরা হয়তো প্রকাশ্যে স্বীকার করবে না। বলবে, ‘এটাই আমাদের খেলার ধরন, স্বাভাবিক খেলতে উৎসাহ দিই।’ কিন্তু অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা চলবে না। এখানে একটু সুযোগ দিলেই তারা সেটা বড় করে নেয়। আর এই সিরিজে সেটাই আমরা বারবার দেখেছি।”

পন্টিংয়ের বার্তা পরিষ্কার, অস্ট্রেলিয়ার কন্ডিশনে টিকে থাকতে হলে প্রতিভার সঙ্গে ধৈর্য আর ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতাও সমান জরুরি।