স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে খেলা। এর আগে বাংলাদেশে আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন খুশদিল শাহ। খেলতে এসে বিপিএল নিয়ে প্রশংসাই করেছেন পাকিস্তানি এ ক্রিকেটার।
বিপিএলের গত আসর নিয়ে সমালোচনা ছিল বেশ। অনেক বিদেশি ক্রিকেটার এবং কোচই পারিশ্রমিক পাননি ঠিকমত। এবারের আসর শুরুর আগেও এসব নিয়ে ছিল আলোচনা। তবে খেলা মাঠে গড়া গড়ানোর আগেই নিয়মানুযায়ী ক্রিকেটারদের ৫০% পারিশ্রমিক পরিশোধ করে দিয়েছে রংপুর।
এ বিষয়ে তাই ইতিবাচক মনোভাব রাখছেন খুশদিল। বেশ কয়েক আসর ধরেই বিপিএলে খেলেন তিনি। কোনো বারই পারিশ্রমিক বকেয়া হয়নি তার। খুশদিল বলেন, '৪-৫ বছর বিপিএল খেলছি, ঢাকা লিগেও খেলেছি। আল্লাহর কাছে শুকরিয়া, আমি প্রতিবার পুরো পেমেন্ট পেয়েছি সাথে আবার বোনাসও পেয়েছি।'
বাংলাদেশে আসতেও তার ভালো লাগে বলেই জানিয়েছেন। তিনি বলেন, খুশদিল বলেন, '৪-৫ বছর বিপিএল খেলছি, ঢাকা লিগেও খেলেছি। আল্লাহর কাছে শুকরিয়া, আমি প্রতিবার পুরো পেমেন্ট পেয়েছি সাথে আবার বোনাসও পেয়েছি।' ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে বিপিএলকে দশে সাত দিবেন বলেও জানান তিনি, বলেন, ‘বিপিএলকে আমি (লিগগুলোর মধ্যে) দশে সাত দেব।’