স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
লিস্ট–এ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি। দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রর বিপক্ষে খেলতে নেমে তিনি ১৬ হাজার রানের মাইলফলকে পৌঁছান মাত্র ৩৩০ ইনিংসে যা এই ফরম্যাটে দ্রুততম। এতদিন এই রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের, যিনি ৩৯১ ইনিংসে ১৬ হাজার রান করেছিলেন।
কোহলি এখন ১০ হাজার রানের পর থেকে প্রতিটি হাজারে পৌঁছানোর ক্ষেত্রে দ্রুততম ব্যাটসম্যান। লিস্ট–এ ক্রিকেটে ১৬ হাজার রানে পৌঁছানোর দ্রুততম পাঁচজনের তালিকায় ভারতীয় হিসেবে আছেন কেবল কোহলি ও টেন্ডুলকার। তালিকার অন্যরা গর্ডন গ্রিনিজ (৪২২), রিকি পন্টিং (৪৩০) এবং গ্রাহাম গুচ–ভিভ রিচার্ডস (৪৩৫)।
এদিকে মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তনে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন রোহিত শর্মা। জয়পুরে সিকিমের বিপক্ষে ৯৪ বলে ১৫৫ রান করেন তিনি, ১৮টি চার ও ৯টি ছক্কায় সাজানো ইনিংস। এর মাধ্যমে লিস্ট–এ ক্রিকেটে ১৫০+ রানের ইনিংসের সংখ্যায় (৯টি) ডেভিড ওয়ার্নারের রেকর্ডে ভাগ বসালেন রোহিত। ৩৮ বছর ২৩৮ দিনে বিজয় হাজারে ট্রফিতে শতক করা হিসেবে তিনি দ্বিতীয় বয়স্ক ব্যাটসম্যানও হলেন; এই তালিকায় শীর্ষে রয়েছেন বেঙ্গলের অনুষ্টুপ মজুমদার।
উল্লেখ্য, কোহলি সর্বশেষ বিজয় হাজারে খেলেছিলেন ২০০৯–১০ মৌসুমে, আর রোহিত ২০১৭–১৮ তে। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই দুই তারকা এখন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি জোরদার করছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ হওয়া কোহলি এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধারাবাহিক ভালো পারফরম্যান্সে রোহিত- দুজনই প্রমাণ করছেন, ওয়ানডেতে তারা এখনো বড় শক্তি।