images

স্পোর্টস / ক্রিকেট

৩২ বলের সেঞ্চুরিতে নতুন ইতিহাস সাকিবুলের

স্পোর্টস ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

২০২৫–২৬ বিজয় হাজারে ট্রফির প্রথম দিনটি রীতিমতো রেকর্ডের বন্যায় ভেসে গেল। একদিনেই ভারতের তিন ব্যাটার গড়লেন ইতিহাস, সবচেয়ে দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির তালিকায় ঢুকে পড়লেন সাকিবুল গনি, ঈশান কিশান ও বৈভব সূর্যবংশী।

বিহারের সাকিবুল গনি মাত্র ৩২ বলে শতরান করে পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। এর কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদে কর্ণাটকের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলেন ঝাড়খণ্ডের ঈশান কিশান, তিনি পৌঁছান ৩৩ বলে শতরানে, উঠে আসেন তালিকার দ্বিতীয় স্থানে।

এই রেকর্ডবৃষ্টির সূচনা অবশ্য করেছিলেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী। রাঁচিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে তিনি খেলেন ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল মাত্র ৩৬ বলে সেঞ্চুরি। ওই ম্যাচেই বিহার গড়ে তোলে লিস্ট ‘এ’ ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫৭৪ রান।

একই দিনে, দুই ভিন্ন ভেন্যু রাঁচি ও আহমেদাবাদে ভারতীয়দের করা চারটি দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির মধ্যে তিনটিই এসেছে, যা এই দিনটিকে করে তুলেছে ঐতিহাসিক। লিস্ট ‘এ’ ক্রিকেটে সাকিবুল গনির চেয়ে দ্রুত সেঞ্চুরি করেছেন কেবল দু’জন- জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও এবি ডি ভিলিয়ার্স।

অন্যদিকে, সদ্য সাইয়েদ মুস্তাক আলি ট্রফিতে শিরোপাজয়ী ঝাড়খণ্ড দলের নেতৃত্ব দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ঈশান কিশান কর্ণাটকের বিপক্ষে খেলেন ৩৯ বলে ১২৫ রানের ইনিংস। সাতটি চার ও ১৪টি ছক্কায় সাজানো সেই ইনিংসে তিনি নেমেছিলেন ছয় নম্বরে। ২০ বলে ফিফটি ছুঁয়ে পরের ১৩ বলে মারেন সাতটি ছক্কা ও দুটি চার, তাতেই পূর্ণ হয় শতরান।

ম্যাচ শেষে কিশান বলেন, “জাতীয় দলে সুযোগ না পেয়ে খারাপ লেগেছিল। কিন্তু নিজেকে বলেছি, এতেও যদি না হয়, তাহলে আরও ভালো করতে হবে। দলকে জেতাতে হবে।”