images

স্পোর্টস / ক্রিকেট

সূর্যবংশীর ৮৪ বলে ১৯০ রানে দলের সংগ্রহ ৫৭৪

স্পোর্টস ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম

ভারতের ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল বিহার। মাত্র ১৪ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর রেকর্ড ইনিংসে লিস্ট–এ ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহের ‘বিশ্ব রেকর্ড’ গড়েছে তারা। বুধবার রাঁচিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহার তোলে অবিশ্বাস্য ৫৭৪/৬, যা ২০২২ সালে অরুণাচলের বিপক্ষেই তামিলনাড়ুর করা ৫০৬/২ রানকে ছাড়িয়ে যায়।

ওপেনিংয়ে নেমে সূর্যবংশী খেলেন চোখধাঁধানো ৮৪ বলে ১৯০ রানের ইনিংস (১৫টি ছক্কা)। পাওয়ারপ্লেতেই আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ কার্যত একপেশে করে দেন তিনি। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেন তিনি যা লিস্ট–এ ক্রিকেটে ভারতের দ্বিতীয় দ্রুততম। এ পথে ভেঙে দেন একাধিক রেকর্ড। 

লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। সেই সঙ্গে গড়েছেন দ্রুততম ১৫০ করার রেকর্ড (এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে)। সূর্যবংশী আউট হওয়ার সময় ২৭ ওভারেই বিহারের স্কোর পেরিয়ে যায় ২৬০। তারপরও থামেনি বিহার।

আয়ুষ লোহরুকা করেন ৫৬ বলে ১১৬, সাকিবুল গনি ৩২ বলে করেন, সেঞ্চুরি, শেষ পর্যন্ত ১২৮ (ভারতের দ্রুততম লিস্ট–এ সেঞ্চুরি; আগের রেকর্ড অন্মোলপ্রিত সিং)। পিয়ূষ কুমার সিং করেন ৭৭। সব মিলিয়ে ৪৬তম ওভারের চতুর্থ বলেই ভাঙে ৫০০ রানের গণ্ডি।

লিস্ট–এ ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর 

৫৭৪/৬ – বিহার বনাম অরুণাচল প্রদেশ (রাঁচি, ২০২৫)

৫০৬/২ – তামিলনাড়ু বনাম অরুণাচল প্রদেশ (২০২২)

৪৯৮/৪ – ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস (ওডিআই বিশ্বরেকর্ড)

৪৮১/৬ – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

৪৫৮/৪ – ভারত ‘এ’ বনাম লেস্টারশায়ার

৪৫৩/৩ – টাইটান্স বনাম নর্থ ওয়েস্ট

৪৪৫/৮ – নটিংহ্যামশায়ার বনাম নর্থ্যাম্পটনশায়ার

৪৪৪/৩ – ইংল্যান্ড বনাম পাকিস্তান

৪৪৩/৯ – শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস

৪৩৯/২ – দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ

৫০ ওভারে ৫৭৪/৬, বিহারের এই ইনিংস শুধু স্কোরবোর্ডই নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রতিভার আলোও আরও উজ্জ্বল করে দিল।