images

স্পোর্টস / ক্রিকেট

যে কারণে আফগানিস্তানে বুলেটপ্রুফ গাড়িতে চড়েন রশিদ খান

স্পোর্টস ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

আফগানিস্তানের ক্রিকেট সুপারস্টার রশিদ খান নিজ দেশে চলাফেরার ক্ষেত্রে যে চরম নিরাপত্তা ব্যবস্থা নিতে বাধ্য হন, তা নিয়ে মুখ খুলেছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হয়।

রশিদ জানান, আফগানিস্তানে তিনি অবাধে চলাফেরা করতে পারেন না যা শুনে অবাক হয়ে যান পিটারসেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে রশিদ বলেন, নিরাপত্তাজনিত কারণেই এমন ব্যবস্থা নিতে হয়, কারণ ভুল সময়ে ভুল জায়গায় পড়ে যাওয়ার ঝুঁকি সবসময়ই থাকে। 

সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে এক খোলামেলা আলাপে রশিদ খান তুলে ধরেছেন নিজের দেশ আফগানিস্তানে একজন আন্তর্জাতিক তারকা হিসেবে বেঁচে থাকার কঠিন দিকগুলো। কথোপকথনের শুরুতেই পিটারসেন জানতে চান, কাবুলের রাস্তায় তিনি কি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন? রশিদের উত্তর ছিল সোজাসাপ্টা, “না।”

এরপর যা বলেন রশিদ, তাতে রীতিমতো চমকে যান পিটারসেন। রশিদ খান বলেন, “আমি আফগানিস্তানে রাস্তায় হাঁটতে পারি না। আমাকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হয়।” পিটারসেন অবাক হয়ে প্রশ্ন করেন, “কাবুলে বুলেটপ্রুফ গাড়ি? কেন?” রশিদের জবাব, “নিরাপত্তার জন্য। ভুল সময়ে ভুল জায়গায় পড়তে চাই না। আফগানিস্তানে এটা স্বাভাবিক ব্যাপার। সবাই এমন ব্যবস্থা রাখে।”

রশিদের কাছে এই গাড়ি বিলাসিতা বা স্ট্যাটাসের প্রতীক নয়; বরং ব্যক্তিগত নিরাপত্তার জন্য একেবারে প্রয়োজনীয় একটি বিষয়। অস্থিরতা যেখানে নিত্যসঙ্গী, সেখানে নিরাপত্তা ঝুঁকি এড়াতে এমন ব্যবস্থাই বাস্তবতা। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, রশিদের কাছে এই চরম নিরাপত্তা ব্যবস্থাগুলো ‘স্বাভাবিক’। যেখানে পিটারসেন বিস্ময় প্রকাশ করেন, সেখানে রশিদের শান্ত স্বরই বলে দেয়, আফগানিস্তানে বসবাস করতে গিয়ে তিনি এই বাস্তবতাকে মেনে নিয়েছেন।

আফগানিস্তানের সবচেয়ে পরিচিত মুখ রশিদ খান। আইপিএল, বিবিএলের মতো বড় লিগে তার সাফল্য যেমন তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি, তেমনি তৈরি করেছে নিরাপত্তা ঝুঁকিও। তার জনপ্রিয়তা ও সম্ভাব্য আর্থিক অবস্থান তাকে করে তুলেছে ‘হাই-ভ্যালু টার্গেট’।