স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
বালিতে মঙ্গলবার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রচিত হলো এক অনন্য ইতিহাস। ইন্দোনেশিয়ার ২৮ বছর বয়সী ডানহাতি পেসার গেদে প্রিয়ান্দানা হয়ে গেলেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এই কীর্তি আর কারও নেই।
এর আগে এক ওভারে চার উইকেট নেওয়ার নজির ছিল লাসিথ মালিঙ্গা, রশিদ খান, জেসন হোল্ডারদের মতো তারকাদের হাত ধরে। কিন্তু এক ওভারে পাঁচ ব্যাটারকে ফেরানোর ঘটনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম।
কাম্বোডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই এই ঐতিহাসিক কীর্তি গড়েন প্রিয়ান্দানা। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কাম্বোডিয়া এক সময় ছিল ১০৬/৫। তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইন্দোনেশিয়ান এই পেসার।
ইনিংসের ১৬তম ওভারে প্রথম তিন বলেই হ্যাটট্রিক পূরণ করেন প্রিয়ান্দানা- শাহ আবরার হুসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথোয়ুন রাথানাককে সাজঘরে পাঠিয়ে। এরপর একটি ডট বলের পর ফের দুই উইকেট- মংদারা সক ও পেল ভেন্নাক। এক ওভারেই পাঁচ শিকার, ক্রিকেট ইতিহাসে অনন্য এক অধ্যায়।
এই ওভারে তিনি দেন মাত্র এক রান, সেটিও একটি ওয়াইড থেকে। তার দুর্দান্ত বোলিংয়ে ইন্দোনেশিয়া শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় ৬০ রানের ব্যবধানে। এর আগে ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন উইকেটকিপার-ব্যাটার ধর্মা কেসুমা। তিনি ৬৮ বলে অপরাজিত ১১০ রান করেন, যেখানে ছিল আটটি চার ও ছয়টি ছক্কা। প্রিয়ান্দানা নিজেও ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে করেন ১১ বলে ৬ রান।
প্রসঙ্গত, পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে (আন্তর্জাতিক নয়) এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল মাত্র দু’বার। ২০১৩–১৪ ভিক্টরি ডে টি-টোয়েন্টি কাপে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে প্রথম এই কীর্তি গড়েন আল-আমিন হোসেন। পরে ২০১৯–২০ সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে কর্নাটকের হয়ে একই কীর্তি করেন সাবেক ভারতীয় ক্রিকেটার অভিমন্যু মিথুন।
কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট—এই রেকর্ড এখন এককভাবেই গেদে প্রিয়ান্দানার দখলে। ক্রিকেট ইতিহাসে ইন্দোনেশিয়ার নামটি তাই চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।