স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’ড় একটি ম্যাচ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইতালিয়ান লিগের এসি মিলান ও কোমোর মধ্যকার ম্যাচটি আর হচ্ছে না বলে জানিয়েছে সেরি আ কর্তৃপক্ষ।
এসির মিলান ও কোমোর মধ্যকার ম্যাচটি ফেব্রুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে হওয়ার কথা ছিল। এটি হলে ইউরোপের কোনো শীর্ষ লিগের প্রথম ম্যাচ হিসেবে বিদেশে আয়োজনের নজির গড়ত। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। গত অক্টোবরে উয়েফা অনিচ্ছাসত্ত্বেও এই ম্যাচের অনুমোদন দিয়েছিল। একই সময়ে লা লিগার ভিয়ারিয়াল–বার্সেলোনা ম্যাচও যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের অনুমতি পেয়েছিল, যদিও সেটিও পরে বাতিল হয়ে যায়।
সেরি আ সভাপতি এজিও সিমোনেলি বলেন, আর্থিক ঝুঁকি এবং শেষ মুহূর্তে তৈরি হওয়া জটিলতার কারণে ম্যাচটি আয়োজন করা “অসম্ভব” হয়ে পড়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, “এএফসির পক্ষ থেকে গত কয়েক ঘণ্টায় অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন, পশ্চিম অস্ট্রেলিয়া সরকার এবং সেরি আ লিগের কাছে যেসব অতিরিক্ত ও অগ্রহণযোগ্য দাবি এসেছে, তাতে ৮ ফেব্রুয়ারি পার্থে মিলান–কোমো ম্যাচটি খেলা আর সম্ভব নয়।”
এর আগে এএফসির শর্ত, যেমন এশিয়ান ম্যাচ অফিসিয়াল ব্যবহার করতে হবে নিয়ে পরিকল্পনাটি জটিলতায় পড়ে। যদিও চলতি সপ্তাহেই সিমোনেলি জানিয়েছিলেন, ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে কোমো ক্লাব বিদেশে লিগ ম্যাচ আয়োজনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছিল, প্রিমিয়ার লিগের আর্থিক প্রভাবের সামনে সেরি আ টিকে থাকতে হলে “ত্যাগ স্বীকার” জরুরি।
তবে ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই উদ্যোগের কড়া সমালোচনা করে। এদিকে, প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স গত আগস্টে স্পষ্ট করে জানিয়েছিলেন, ইংল্যান্ডের শীর্ষ লিগের কোনো ম্যাচ বিদেশে আয়োজনের কোনো পরিকল্পনা নেই।