images

স্পোর্টস / ক্রিকেট

ব্যাটে-বলে ভারতকে উড়িয়ে এশিয়া কাপ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

সামির মিনহাসের ঐতিহাসিক ১৭২ রানের ইনিংসের পর পাকিস্তানের পেস আক্রমণের তাণ্ডবে ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইনআপ। তাতে করেই রোববার আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত ব্লকবাস্টার ফাইনালে ভারতকে ১৯১ রানে উড়িয়ে দিয়ে এসি‌সি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫–এর শিরোপা জিতে নিল পাকিস্তান। ৩৪৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস থেমে যায় মাত্র ১৫৬ রানে, ২৬.২ ওভারেই গুটিয়ে যায় ভারতীয়রা।

রান তাড়ায় ভারতের শুরুটা ছিল মিশ্র। ওপেনার বৈভব সূর্যবংশী ও অধিনায়ক আয়ুষ মাত্রে দ্রুত ৩২ রানের জুটি গড়লেও চতুর্থ ওভারে আলি রাজা মাত্রেকে (২) ফিরিয়ে দিলে প্রথম ধাক্কা খায় ভারত। পরের ওভারেই মোহাম্মদ সাইয়াম ফেরান টপ অর্ডারের অ্যারন জর্জকে (১৬)। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচজয়ী হাফ-সেঞ্চুরি করা এই ব্যাটার এবার ব্যর্থ হন।

পরের ওভারের প্রথম বলেই সূর্যবংশীকে ক্যাচ আউট করিয়ে পাকিস্তানকে পুরো নিয়ন্ত্রণে নিয়ে যান আলি রাজা। ১০ বলে ২৬ রান করা বাঁহাতি ওপেনারের ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ছক্কা। এই উইকেটটাই কার্যত ভারতের আশা শেষ করে দেয়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ দিকে দীপেশ দেবেন্দ্রনের ঝোড়ো ইনিংসই ছিল ভারতের একমাত্র সান্ত্বনা। ১৬ বলে ৩৬ রান করে তিনি ভারতের সর্বোচ্চ স্কোরার হন, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।

পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন আলি রাজা। ৬.২ ওভারে ৪২ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া আবদুল সুবহান, মোহাম্মদ সাইয়াম ও হুজাইফা আহসান নেন দুটি করে উইকেট। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বড় ভুল করেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৩৪৭/৮।

Screenshot_2025-12-21_161715

ওপেনিংয়ে সামির মিনহাস ও হামজা জাহুর (১৮) ৩১ রানের জুটি গড়লেও চতুর্থ ওভারে হামজাকে ফেরান হেনিল প্যাটেল। এরপর উসমান খানের সঙ্গে ৭৯ বলে ৯২ রানের দারুণ জুটি গড়ে ইনিংসের ভিত গড়ে দেন মিনহাস। ৩৫ রান করে উসমান খান আউট হন ১৭তম ওভারে। এরপর আহমেদ হুসাইনের সঙ্গে তৃতীয় উইকেটে ১৩৭ রানের বিধ্বংসী জুটি গড়েন মিনহাস। হুসাইন করেন ৭৩ বলে ৫৬ রান। পরে অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে ৪২ রানের জুটি গড়ে ৪৩তম ওভারের শেষ বলে আউট হন মিনহাস।

১১৩ বলে ১৭২ রান- এই ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। মিনহাসের বিদায়ের পর দ্রুত চার উইকেট হারিয়ে কিছুটা ছন্দ হারায় পাকিস্তান। তবে শেষদিকে মোহাম্মদ সাইয়াম (১৩*) ও নিকাব শাফিক (১২*) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রন ৩ উইকেট নিলেও ১০ ওভারে দেন ৮৩ রান। হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল নেন দুটি করে উইকেট, আর একটি পান কণিষ্ক চৌহান।

শেষ পর্যন্ত ব্যাট ও বল- দুই বিভাগেই দাপট দেখিয়ে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।