স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিজেদের দেশে এনে নাগরিকত্ব দিয়ে, তাদেরকে দিয়ে খেলিয়ে ক্রিকেটে নিজেদের পরিচয় গড়ে তোলার চেষ্টা করছে বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা, ওমানসহ আরও বেশ কয়েকটি দেশ আছে এই তালিকায়। সৌদি আরবও এভাবেই ক্রিকেট খেলার প্রচলন ঘটাতে চাইছে। সে উদ্দেশ্যে বাংলাদেশ থেকেও ক্রিকেটার এবং কোচ নিতে চেয়েছিল মরুর দেশটি। তবে এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সৌদি আরবের হয়ে খেলানোর উদ্দেশ্যে খেলোয়াড় ও কোচ দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
‘ভিশন ২০৩০’ কৌশলের অংশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করতে বড় ধরনের বিনিয়োগ করছে সৌদি আরব। ক্রিকেটেও দ্রুত অগ্রগতির লক্ষ্য নিয়ে দেশটি এখন ঘরোয়া ও আন্তর্জাতিক- দুই পর্যায়েই জোরালো প্রস্তুতি নিচ্ছে। সেই লক্ষ্যেই বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে খেলোয়াড় ও কোচ এনে দীর্ঘমেয়াদে সৌদি আরবের হয়ে খেলানোর পরিকল্পনা করছে তারা যা আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাষ্ট্র (ইউএসএ) অনুসরণ করেছে।
ক্রিকবাজের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সৌদি আরব বিসিবির কাছে খেলোয়াড় দেওয়ার অনুরোধ জানায়। তবে বিসিবি সে প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়। শনিবার ক্রিকবাজকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “আপনি বলতে পারেন, তারা (সৌদি আরব) প্রায় দুই মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি তখনই না করে দিয়েছি।”
তিনি আরও বলেন, “তারা আমাদের কাছে পুরুষ ও নারী- দুই বিভাগের খেলোয়াড়ই চেয়েছিল। পরে কোচের বিষয়টিও তোলে। কিন্তু নিজের দেশের স্বার্থ না দেখে আমি কীভাবে অন্য একটি দেশকে খেলোয়াড় বা কোচ দিতে পারি?”
বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদি আরবের প্রভাব দ্রুত বাড়ছে। লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের মতো বড় আসরে বিপুল বিনিয়োগের পর এবার ক্রিকেটেও নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে দেশটি। আইসিসি ও এসিসির কৌশলগত সহযোগিতায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার দিকেই এগোচ্ছে সৌদি আরব।