images

স্পোর্টস / ক্রিকেট

টেস্ট ক্রিকেটের ইতিহাসে কখনো যা হয়নি তাই করলেন দুই কিউই ওপেনার

স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি তো অহরহই হতে দেখা যায়। অনেক সময় বোলাররাও ব্যাত হাতে মাঠে নেমে সেঞ্চুরি করে মাঠ ছাড়েন। আবার অনেকে দ্বিশতকও করেন। তবে নিউজিল্যান্ডের দুই ওপেনার যা করে দেখালেন তার নজির সাদা পোশাকের এই খেলায় ছিল না কখনোই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। এ দুজন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। টেস্ট ইতিহাসে এবারই প্রথমবার দুই ওপেনার এক টেস্টে করলেন জোড়া সেঞ্চুরি।

প্রথম ইনিংসে ল্যাথাম খেলেছিলেন ১২৭ রানের ইনিংস। কনওয়ে পেয়েছিলেন দ্বিশতকের দেখা। এ দুজনের বিশাল ইনিংসেই কিউইরা পেয়েছিল ৫৭৫ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা করে ৩০৬ রান। বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে স্বাগতিকরা। 

আর দ্বিতীয় ইনিংসেও নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছিলেন দুই কিউই ওপেনার। দুজনই ফের পেয়েছেন সেঞ্চুরির দেখা। ল্যাথাম করেছেন ১০১ রান, কনওয়ে করেছেন ১০০। একই টেস্টে এ দুজনের জোড়া সেঞ্চুরিতে  ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬২ রান লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩০৬ রান করে ইনিংস ঘোষণা করেছে। ৪৬২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৬ ওভারে বিনা উইকেটে ৪৩ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রেন্ডন কিং অপরাজিত ৩৭, জন ক্যাম্পবেল ২ রানে।