images

স্পোর্টস / ক্রিকেট

‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

বাংলাদেশের কোটি মানুষকে কাঁদিয়ে আজ চিরনিদ্রায় শায়িত হলেন শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটা ২৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা, জামায়াতের আমির শফিকুর রহমান, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

এরপর প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই দাফন করা হয় তাঁকে। বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয় শহীদ ওসমান হাদিকে। তিনি বিদ্রোহী কবির একজন ভক্ত ছিলেন। 

হাদির এভাবে চলে যাওয়া কাদিয়েছে কোটি মানুষকে। এই বিদায়ে সাধারণ জনগণের মতোই মর্মাহত জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়। সামাজিক মাধ্যমে হাদির বিদায় নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন হৃদয়। 

Screenshot_2025-12-20_182246

ফেসবুকে হৃদয় লিখেন, ‘যে সংসদ প্রাঙ্গনে যাওয়ার জন‍্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেন ও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে।’

হাদির মত এত ভালোবাসা পাওয়া সবার কপালে থাকে না উল্লেখ করে হৃদয় আরও লিখেন, ‘বিদায়বেলায় এতো ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’