images

স্পোর্টস / ক্রিকেট

ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানকে সহজ লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে এবার ফাইনালে ওঠা কঠিন হয়ে পড়েছে। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ব্যাটিং ব্যর্থতায় বড় ধাক্কা খেয়েছে টাইগার যুবারা। সংক্ষিপ্ত ওভারের ম্যাচে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১২১ রানে।

দুবাইয়ে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হয় দেরিতে। ৫০ ওভারের বদলে ম্যাচটি হয় ২৭ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৪ রানের মধ্যেই চার বলের ব্যবধানে ফিরে যান দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার। এরপর ইনিংস সামলানোর চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। কিন্তু তিনি ২৬ বলে ২০ রান করে আউট হন দলীয় ৫৫ রানে।

এরপর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সামিউন বশির কিছুটা লড়াই করেন। তিনি ৩৭ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২৭তম ওভারের তৃতীয় বলে ১২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে আব্দুল সুবহান নেন চারটি উইকেট, হুজাইফা আহসান নেন দুটি।

গ্রুপ পর্বে বাংলাদেশ ছিল শীর্ষে, আর পাকিস্তান ছিল রানার-আপ। নিয়ম অনুযায়ী, বৃষ্টি বা বৈরি আবহাওয়ার কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে ফাইনালে উঠবে বাংলাদেশ। তাই আপাতত ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে তাকিয়ে থাকতে হবে বৃষ্টির দিকেই।