images

স্পোর্টস / ক্রিকেট / ফুটবল

মেসিকে নিয়ে বিশৃঙ্খলা, ৫০ কোটির মানহানির মামলা

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

কলকাতার ফুটবলপ্রেম মানেই সল্টলেকের যুবভারতী স্টেডিয়াম। বছরের পর বছর এই মাঠ দেখেছে উন্মাদনা, আবেগ আর ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু লিওনেল মেসির সাম্প্রতিক ‘গোট ইন্ডিয়া ট্যুর’ কলকাতায় ফুটবল উদ্‌যাপনের বদলে রেখে গেছে তিক্ত অভিজ্ঞতা। সেই আয়োজন ঘিরেই এবার আইনি লড়াইয়ে নেমেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, ৫০ কোটি রুপির মানহানির মামলা করেছেন তিনি।

আর্জেন্টিনা ফ্যান ক্লাব অব কলকাতার সভাপতি উত্তম সাহার বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করেছেন সৌরভ গাঙ্গুলি। অভিযোগ, ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য সৌরভকে জড়িয়ে উত্তম যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তম সাহা সৌরভকে অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তের ‘মধ্যস্থতাকারী’ বলে উল্লেখ করেছিলেন। এসব অভিযোগকে সৌরভ আখ্যা দিয়েছেন “মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও আপত্তিকর” হিসেবে।

বেশি দাম দিয়ে টিকিট কেটে দর্শকরা মাঠে গেলেও মেসিকে নিয়ে আয়োজনজুড়ে ছিল চরম অব্যবস্থাপনা। ভিআইপি ও কর্মকর্তাদের হঠাৎ মাঠে নেমে পড়ায় গ্যালারিতে বসা হাজারো দর্শকের দৃশ্য আড়াল হয়ে যায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, নিরাপত্তাজনিত কারণে মাত্র ২০ মিনিটের মধ্যেই মেসির উপস্থিতির আনুষ্ঠানিকতা শেষ করে তাঁকে সরিয়ে নেওয়া হয়।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থাকা সৌরভ গাঙ্গুলিকেও দেখা যায়, হতাশ মুখে আগেভাগেই মাঠ ছাড়তে। পরে এক প্রেস বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, এই আয়োজনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং উত্তম সাহার মন্তব্য তাঁর “দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে।”

এই ঘটনার রেশ গিয়ে পড়েছে রাজ্য রাজনীতিতেও। পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন, যা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মেসি ও দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

নিরাপত্তা ও ব্যবস্থাপনার গাফিলতি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। এতে রয়েছেন সিনিয়র আইপিএস কর্মকর্তারা। অন্যদিকে, অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে।