images

স্পোর্টস / ক্রিকেট

সাড়ে আট কোটির ক্রিকেটার, খেলবেন তিন ম্যাচ—মন খারাপ মালিকপক্ষের

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম

আইপিএলের মিনি নিলাম থেকে বড় অঙ্কের টাকায় অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিসকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তবে মৌসুম শুরুর আগেই জানা গেছে, পুরো আসরে তাকে পাওয়া যাবে না।

আগামী এপ্রিলের শুরুতে বিয়ে করবেন জশ ইংলিস। এ কারণেই তিনি আইপিএলের বেশির ভাগ ম্যাচ খেলতে পারবেন না। জানা গেছে, পুরো মৌসুমে লখনউ সুপার জায়ান্টস মাত্র তিনটি ম্যাচেই ইংলিসকে পাবে।

গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএল মিনি নিলামে ৮ কোটি ৬০ লাখ রুপিতে ইংলিসকে দলে নেয় লক্ষ্ণৌ। নিলামের সময় তিনি জানিয়েছিলেন, পুরো মৌসুমেই খেলতে পারবেন। কিন্তু শেষ মুহূর্তে এসে বিয়ের বিষয়টি জানানোর কারণে দলের পরিকল্পনায় সমস্যা তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিস বলেন, “এই মৌসুমে আমি পুরো সময় আইপিএল খেলতে পারব না। এপ্রিলের শুরুতে আমার বিয়ে। সত্যি বলতে তখন আইপিএলে যেতে আমার মন চাইছে না।”

তিনি আরও জানান, নিলামের সময় বিষয়টি তিনি নিজেও বুঝতে পারেননি। ঘুম থেকে উঠে সকালে মেসেজ দেখে জানতে পারেন যে তিনি আইপিএলের দল পেয়েছেন।

হঠাৎ পরিকল্পনা বদলানোর কারণে জশ ইংলিসের ওপর বিরক্তি প্রকাশ করেছেন লখনউ সুপার জায়ান্টসের সহ-প্রতিষ্ঠাতা নেস ভাদিয়া। তিনি বলেন, “সে চাইলে আমাদের আগেই জানাতে পারত। সবাই ডেডলাইনের কথা জানে। মাত্র ৪৫ মিনিট আগে এসে বলা; আমি আসতে পারব না, এটা পেশাদার আচরণ নয়।”

তবে সমালোচনার পাশাপাশি ইংলিসের জন্য শুভকামনাও জানিয়েছেন ভাদিয়া। তিনি বলেন, “আমি তার জন্য শুভকামনা জানাই। সে ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। অস্ট্রেলিয়ার হয়ে সে ভালো করবে বলে বিশ্বাস করি। আইপিএলে সে খেলতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে তার আচরণ পেশাদার ছিল না।”