images

স্পোর্টস / ক্রিকেট

মতবিরোধের কারণে প্রধান নির্বাহীর পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্কট উইনিক। সংস্থার ভবিষ্যৎ অগ্রাধিকার, খেলাটির দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা এবং বিশেষ করে টি–টোয়েন্টি ক্রিকেটের ভূমিকা নিয়ে কয়েকটি সদস্য সংস্থা ও খেলোয়াড়দের সংগঠন এনজেডসিপিএর সঙ্গে মতপার্থক্যকেই এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। আড়াই বছরের দায়িত্বকাল শেষে ২০২৬ সালের ৩০ জানুয়ারি পদ ছাড়বেন উইনিক।

এক বিবৃতিতে উইনিক বলেন, “সতর্কভাবে ভেবে দেখার পর স্পষ্ট হয়েছে যে এনজেডসির ভবিষ্যৎ অগ্রাধিকার, খেলাটির দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা এবং নিউজিল্যান্ডে টি–টোয়েন্টি ক্রিকেটের সঠিক ভূমিকা নিয়ে কয়েকটি সদস্য সংস্থা ও এনজেডসিপিএর সঙ্গে আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। এই মতভেদের প্রেক্ষিতে আমি মনে করি, সংস্থার স্বার্থেই এখান থেকে নতুন নেতৃত্বের হাতে এনজেডসির দায়িত্ব যাওয়া উচিত।”

তিনি আরও বলেন, “এত সফল একটি সময়ের পর বিদায় নিতে গিয়ে আমি দুঃখিত। তবে গুরুত্বপূর্ণ কিছু অংশীজনের সমর্থন ছাড়া দায়িত্বে থেকে গিয়ে অস্থিরতা তৈরি করতে চাই না। প্রধান নির্বাহী হিসেবে আমার সময়ে এনজেডসির যে অগ্রগতি হয়েছে, তা নিয়ে আমি গর্বিত। একই সঙ্গে সংস্থার ভেতরে থাকা মানুষগুলোর ওপর পূর্ণ আস্থা রয়েছে- তাঁরাই সামনে নিউজিল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নেবেন।”

বিবৃতিতে উইনিক জানান, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে নতুন বছরের শুরুতে তিনি আবারও এক্সসেডা গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। “এনজেডসির সঙ্গে কাটানো সময়ের অসংখ্য সুন্দর স্মৃতি আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি,” যোগ করেন তিনি।

২০২৩ সালের আগস্টে এনজেডসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন স্কট উইনিক। তাঁর মেয়াদে নিউজিল্যান্ড উল্লেখযোগ্য সাফল্য পায়। ২০২৪ সালে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় দলটি, একই বছরে ভারতে গিয়ে পুরুষদের টেস্ট সিরিজ জয়ের কৃতিত্বও আসে। ২০২৫ সালে পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও খেলেছে নিউজিল্যান্ড।

উইনিকের এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন দেশটিতে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি–টোয়েন্টি লিগ ‘এনজেড২০’ চালুর প্রস্তুতি চলছে। ২০২৭ সালের জানুয়ারিতে লিগটি শুরুর পরিকল্পনা রয়েছে।

এই লিগের পরিচালন কাঠামো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো হবে। এনজেডসি লিগটির লাইসেন্স দেবে, তবে পরিচালনা করবে একটি স্বাধীন সংস্থা। একবার এনজেড২০ চালু হলে পুরুষ ও নারী- উভয় সুপার স্ম্যাশ টুর্নামেন্টই বন্ধ হয়ে যাবে।

তবে এনজেড২০ চালু করতে হলে এনজেডসির আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। এনজেড২০ প্রতিষ্ঠা কমিটির প্রধান ডন ম্যাককিনন জানিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানতে চান তিনি।