images

স্পোর্টস / ফুটবল

মেসিকে ১৪ কোটি টাকার ঘড়ি উপহার অনন্ত আম্বানির

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

লিওনেল মেসির বহু প্রতীক্ষিত ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’ ঘিরে ভারতজুড়ে যেমন উন্মাদনা ছিল, তেমনি কিছু আয়োজনে বিশৃঙ্খলাও আলোচনায় এসেছে। বিশেষ করে কলকাতার অনুষ্ঠান ঘিরে যে বিশাল বিশৃঙ্খলা দেখা গেছে, তা আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অনেক সমালোচকের মতে, একদিকে বিপুল অর্থ ব্যয় করে মেসি, লুইস সুয়ারেজ কিংবা রদ্রিগো ডে পলের মতো তারকাদের ভারতে আনা হচ্ছে, অন্যদিকে আর্থিক সংকটে পড়ে দেশের ঘরোয়া ফুটবল লিগই বন্ধ- এই বৈপরীত্য সহজে এড়িয়ে যাওয়ার মতো নয়।

সব বিতর্কের মাঝেও সত্যি হলো, ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এটি ছিল বিরল এক অভিজ্ঞতা। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারকে কাছ থেকে দেখার সুযোগ সবার জীবনে আসে না। আয়োজন নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু বহু ভক্তের কাছে মেসিকে এক নজর দেখাটাই ছিল আজীবনের স্বপ্নপূরণ।

ভারত সফর শেষে ভক্তদের ভালোবাসায় আপ্লুত মেসি নিজেই আবেগ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিওসহ পোস্ট দিয়ে আর্জেন্টাইন মহাতারকা ভারতীয় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। শুধু তাই নয়, ভবিষ্যতে আবার ভারতে ফেরার আশ্বাসও দেন তিনি- হোক সেটা কোনো ম্যাচ কিংবা অন্য কোনো উপলক্ষে।

Anant-Ambani-Lionel-Messi-1

সফরের অংশ হিসেবে মেসির ভান্তারা ভ্রমণও বেশ আলোচনায় এসেছে। অনন্ত আম্বানির প্রতিষ্ঠিত এই বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণকেন্দ্রে মেসির উপস্থিতির ছবি ও খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতে দেখা যায় ফুটবল তারকাকে, যা সফরটিকে কেবল খেলার গণ্ডিতে সীমাবদ্ধ রাখেনি।

ভান্তারা সফরের সময় আরেকটি বিষয় বিশেষ নজর কাড়ে। মেসির হাতে দেখা যায় অতি বিরল একটি রিচার্ড মিল ঘড়ি যার মডেল RM 003-V2 GMT টুরবিয়ন ‘এশিয়া এডিশন’। মাত্র ১২টি তৈরি হওয়া এই বিশেষ সংস্করণের কালো কার্বন কেস ও স্কেলেটন ডায়াল ঘড়ি-প্রেমীদের নজর কেড়েছে। এর বাজারমূল্য প্রায় ১১ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি টাকার বেশি।

G8UxBfIWAAI3-3Y

এই উপহারকে অনেকেই দেখছেন মেসি ও অনন্ত আম্বানির পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানের প্রতীক হিসেবে। বিলাসিতা ছাড়াও এতে ধরা পড়েছে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত।একই সময়ে অনন্ত আম্বানির হাতেও দেখা গেছে আরও এক বিস্ময়কর ঘড়ি- রিচার্ড মিল RM 056 স্যাফায়ার টুরবিয়ন। প্রায় ৫০ লাখ ডলারের কাছাকাছি মূল্যের এই ঘড়িটি বিশ্বের সবচেয়ে দামী ও দুর্লভ ঘড়িগুলোর একটি হিসেবে পরিচিত।

সব মিলিয়ে, মেসির ভারত সফর যেমন উন্মাদনা আর স্মৃতিতে ভরা, তেমনি আয়োজন, বৈষম্য আর বিলাসিতার প্রশ্নও রেখে গেছে আলোচনার কেন্দ্রে।