স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মৌসুমের মিনি নিলাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে। এবারের নিলামে ৭৭টি শূন্য পদের জন্য প্রায় ৩৫০ জন ক্রিকেটার নাম জমা দেন। নিলাম শেষে প্রতিটি দলই তাদের ২৫ জনের পূর্ণ স্কোয়াড সম্পন্ন করেছে।
নিলামে সবচেয়ে বেশি ১৩ জন খেলোয়াড় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এ দলে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এবারের নিলামে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। মাত্র ২ কোটি রুপি বেস প্রাইস থেকে শুরু হওয়া দরযুদ্ধে তাকে কেকেআর কিনে নিয়েছে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপিতে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজুর রহমানও পেয়েছেন বড় অঙ্কের চুক্তি। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে কেকেআর দলে ভিড়িয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে। আইপিএল নিলামে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের জন্য এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।
নিলাম থেকে- মুস্তাফিজুর রহমান (৯ কোটি ২০ লাখ), ক্যামেরন গ্রিন (২৫ কোটি ২০ লাখ), মাথিশা পাথিরানা (১৮ কোটি), ফিন অ্যালেন (২ কোটি), তেজাসভি দাহিয়া (৩ কোটি), কার্তিক তিয়াগি (৩০ লাখ), প্রাশান্ত সোলাঙ্কি (৩০ লাখ), রাহুল ত্রিপাঠি (৭৫ লাখ), টিম সাইফার্ট (১ কোটি ৫০ লাখ), সার্থক রাঞ্জান (৩০ লাখ), দাকশ কামরা (৩০ লাখ), রাচিন রাভিন্দ্রা (২ কোটি), আকাশ দিপ (১ কোটি)
আগের ধরে রাখা- রিঙ্কু সিং (১৩ কোটি), ভারুন চক্রবর্তি (১২ কোটি), সুনিল নারাইন (১২ কোটি), হার্শিত রানা (৪ কোটি), রামানদিপ সিং (৪ কোটি), আঙ্করিশ রাঘুভানশি (৩ কোটি), বৈভাব আরোরা (১ কোটি ৮০ লাখ), রভম্যান পাওয়েল (১ কোটি ৫০ লাখ), আজিঙ্কা রাহানে (১ কোটি ৫০ লাখ), উমরান মালিক (৭৫ লাখ), মানিশ পান্ডে (৭৫ লাখ), আনুকুল রয় (৪০ লাখ)।
নিলাম থেকে- ভেঙ্কাটেশ আইয়ার (৭ কোটি), মাঙ্গেশ ইয়াদাভ (৫ কোটি ২০ লাখ), জ্যাকব ডাফি (২ কোটি), জর্ডান কক্স (৭৫ লাখ), সাতভিক দেসওয়াল (৩০ লাখ), কানিশ চৌহান (৩০ লাখ), বিহান মালহোত্রা (৩০ লাখ), ভিকি অস্তওয়াল (৩০ লাখ)।
আগের ধরে রাখা- বিরাট কোহলি (২১ কোটি), জশ হেইজেলউড (১২ কোটি ৫০ লাখ), ফিল সল্ট (১১ কোটি ৫০ লাখ), রাজাত পাতিদার (১১ কোটি), জিতেশ শার্মা (১১ কোটি), ভুবনেশ্বর কুমার (১০ কোটি ৭৫ লাখ), রাসিখ সালাম (৬ কোটি), ক্রুনাল পান্ডিয়া (৫ কোটি ৭৫ লাখ), ইয়াশ দায়াল (৫ কোটি), সুয়াশ শার্মা (২ কোটি ৬০ লাখ), জ্যাকব বেথেল (২ কোটি ৬০ লাখ), দেবদুত পাডিক্কাল (২ কোটি), নুয়ান থুশারা (১ কোটি ৬০ লাখ), রোমারিও শেফার্ড (১ কোটি ৫০ লাখ), স্বপ্নিল সিং (৫০ লাখ), আভিনন্দন সিং (৩০ লাখ)।
নিলাম থেকে- কার্তিক শার্মা (১৪ কোটি ২০ লাখ), প্রাশান্ত ভির (১৪ কোটি ২০ লাখ), রাহুল চাহার (৫ কোটি ২০ লাখ), আকিল হোসেন (২ কোটি), ম্যাট হেনরি (২ কোটি), ম্যাথু শর্ট (১ কোটি ৫০ লাখ), সারফারাজ খান (৭৫ লাখ), জ্যাক ফোকস (৭৫ লাখ), আমান খান (৪০ লাখ)।
আগের ধরে রাখা- রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), স্যাঞ্জু স্যামসন (১৮ কোটি, দলবদল), শিভাম দুবে (১২ কোটি), নুর আহমাদ (১০ কোটি), খালিল আহমেদ (৪ কোটি ৮০ লাখ), মাহেন্দ্র সিং ধোনি (৪ কোটি), আনশুল কাম্বোজ (৩ কোটি ৪০ লাখ), গুরজাপনিত সিং (২ কোটি ২০ লাখ), ডেওয়াল্ড ব্রেভিস (২ কোটি ২০ লাখ), ন্যাথান এলিস (২ কোটি), জেমি ওভারটন (১ কোটি ৫০ লাখ), আয়ুশ মাত্রে (৩০ লাখ), রামাকৃষ্ণা ঘোষ (৩০ লাখ), উর্ভিল প্যাটেল (৩০ লাখ), মুকেশ চৌধুরি (৩০ লাখ), শ্রেয়াস গোপাল (৩০ লাখ)।
নিলাম থেকে- আকিব নাবি (৮ কোটি ৪০ লাখ), পাথুম নিসাঙ্কা (৪ কোটি), লুঙ্গি এনগিডি (২ কোটি), বেন ডাকেট (২ কোটি), ডেভিড মিলার (২ কোটি), পৃথ্বী শ (৭৫ লাখ), সাহিল পারাখ (৩০ লাখ), কাইল জেমিসন (২ কোটি)।
আগের ধরে রাখা- আকসার প্যাটেল (১৬ কোটি ৫০ লাখ), লোকেশ রাহুল (১৪ কোটি), কুলদিপ ইয়াদাভ (১৩ কোটি ২৫ লাখ), মিচেল স্টার্ক (১১ কোটি ৭৫ লাখ), থাঙ্গারাসু নাটারাজান (১০ কোটি ৭৫ লাখ), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), মুকেশ কুমার (৮ কোটি), নিতিশ রানা (৪ কোটি ২০ লাখ, দলবদল), আভিশেক পোরেল (৪ কোটি), আশুতোষ শার্মা (৩ কোটি ৮০ লাখ), সামির রিজভি (৯৫ লাখ), দুশমান্থা চামিরা (৭৫ লাখ), ভিপরাজ নিগাম (৫০ লাখ), কারুন নায়ার (৫০ লাখ), মাধভ তিওয়ারি (৪০ লাখ), ত্রিপুর্না ভিজায় (৩০ লাখ), আজায় মন্ডল (৩০ লাখ)।
নিলাম থেকে- জেসন হোল্ডার (৭ কোটি), আশোক শার্মা (৯০ লাখ), লুক উড (৭৫ লাখ), পৃথ্বী রাজ (৩০ লাখ), টম ব্যান্টন (২ কোটি)
আগের ধরে রাখা- রাশিদ খান (১৮ কোটি), শুবমান গিল (১৬ কোটি ৫০ লাখ), জস বাটলার (১৫ কোটি ৭৫ লাখ), কাগিসো রাবাদা (১০ কোটি ৭৫ লাখ), মোহাম্মদ সিরাজ (১২ কোটি ২৫ লাখ), প্রাসিধ কৃষ্ণা (৯ কোটি ৫০ লাখ), সাই সুদার্শান (৮ কোটি ৫০ লাখ), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি), ওয়াশিংটন সুন্দার (৩ কোটি ২০ লাখ), সাই কিশোর ২ কোটি), গ্লেন ফিলিপস (২ কোটি), গুরনুর ব্রার (১ কোটি ৩০ লাখ), আরশাদ খান (১ কোটি ৩০ লাখ), জয়ন্ত ইয়াদাভ (৭৫ লাখ), ইশান্ত শর্মা (৭৫ লাখ), কুমার কুশাগরা (৬৫ লাখ), নিশান্ত সিন্ধু (৩০ লাখ), আনুজ রাওয়াত (৩০ লাখ), মানাভ সুথার (৩০ লাখ)।
নিলাম থেকে- জশ ইংলিস (৮ কোটি ৬০ লাখ), মুকুল চৌধুরি (২ কোটি ৬০ লাখ), আকশাত রাঘুওয়ানশি (২ কোটি ২০ লাখ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (২ কোটি), আনরিখ নরকিয়া (২ কোটি), নামান তিওয়ারি (১ কোটি)।
আগের ধরে রাখা- ঋষভ পান্ত (২৭ কোটি), নিকোলাস পুরান (২১ কোটি), মায়াঙ্ক ইয়াদাভ (১১ কোটি), মোহাম্মদ শামি (১০ কোটি, দলবদল), আভেশ খান (৯ কোটি ৭৫ লাখ), আব্দুল সামাদ (৪ কোটি ২০ লাখ), আয়ুশ বাদোনি (৪ কোটি), মহসিন খান (৪ কোটি), মিচেল মার্শ (৩ কোটি ৪০ লাখ), শাহবাজ আহমেদ (২ কোটি ৪০ লাখ), এইডেন মার্করাম (২ কোটি), এম সিদ্ধার্থ (৭৫ লাখ), ম্যাথু ব্রিটস্কি (৭৫ লাখ), দিগ্বেশ রাঠি (৩০ লাখ), আর্শিন কুলকার্নি (৩০ লাখ), প্রিন্স ইয়াদাভ (৩০ লাখ), আকাশ সিং (৩০ লাখ), আর্জুন টেন্ডুলকার (৩০ লাখ, দলবদল) হিমাত সিং (৩০ লাখ)।
নিলাম থেকে- কুইন্টন ডি কক (১ কোটি), মোহাম্মদ ইজহার (৩০ লাখ), দানিশ মালেওয়ার (৩০ লাখ), আথার্ভা আনকোলেকার (৩০ লাখ), মায়াঙ্ক রাওয়াত (৩০ লাখ)।
আগের ধরে রাখা- জাসপ্রিত বুমরাহ (১৮ কোটি), সুরিয়াকুমার ইয়াদাভ (১৬ কোটি ৩৫ লাখ), হার্দিক পান্ডিয়া (১৬ কোটি ৩৫ লাখ), রোহিত শার্মা (১৬ কোটি ৩০ লাখ), ট্রেন্ট বোল্ট (১২ কোটি ৫০ লাখ), দিপাক চাহার (৯ কোটি ২৫ লাখ), তিলাক ভার্মা (৮ কোটি), নামান ধির (৫ কোটি ২৫ লাখ), উইল জ্যাকস (৫ কোটি ২৫ লাখ), এএম গাজানফার (৪ কোটি ৮০ লাখ), শেরফেইন রাদারফোর্ড (২ কোটি ৬০ লাখ, দলবদল), মিচেল স্যান্টনার (২ কোটি), শার্দুল ঠাকুর (২ কোটি, দলবদল), রায়ান রিকেলটন (১ কোটি), কর্বিন বশ (৭৫ লাখ), রবিন মিঞ্জ (৩০ লাখ), রাজ বাওয়া (৩০ লাখ ), অশ্বিনি কুমার (৩০ লাখ), রাঘু শার্মা (৩০ লাখ), মায়াঙ্ক মারকান্ডে (৩০ লাখ, দলবদল)।
নিলাম থেকে- লিয়াম লিভিংস্টোন (১৩ কোটি), জ্যাক এডওয়ার্ডস (৩ কোটি), সালিল আরোরা (১ কোটি ৫০ লাখ), শিভাম মাভি (৭৫ লাখ), অনকার তারমাল (৩০ লাখ), আমিত কুমার (৩০ লাখ), শিভাঙ্গ কুমার (৩০ লাখ), ক্রেইন্স ফুলেত্রা, (৩০ লাখ), সাকিব হুসাইন (৩০ লাখ), প্রাফুল হিঞ্জ (৩০ লাখ)।
আগের ধরে রাখা- হাইনরিখ ক্লসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), আভিশেক শার্মা (১৪ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি), ইশান কিষান (১১ কোটি ২৫ লাখ), হার্শাল প্যাটেল (৮ কোটি), নিতিশ কুমার রেড্ডি (৬ কোটি), ইশান মালিঙ্গা (১ কোটি ২০ লাখ), জায়দেভ উনাদকাট (১ কোটি), ব্রাইডন কার্স (১ কোটি), কামিন্দু মেন্ডিস (৭৫ লাখ), জিশান আনসারি (৪০ লাখ) আনিকেত ভার্মা (৩০ লাখ), রাভিচান্দ্রান স্মারান (৩০ লাখ), হার্শ দুবে (৩০ লাখ)
নিলাম থেকে- বেন ডোয়ার্শিস (৪ কোটি ৪০ লাখ), কুপার কনোলি (৩ কোটি), ভিশাল নিশাদ (৩০ লাখ), প্রাভিন দুবে (৩০ লাখ)।
আগের ধরে রাখা- শ্রেয়াস আইয়ার (২৬ কোটি ৭৫ লাখ), আর্শদিপ সিং (১৮ কোটি), ইউজবেন্দ্রা চেহেল (১৮ কোটি), মার্কাস স্টয়নিস (১১ কোটি), মার্কো ইয়ানসেন (৭ কোটি), শাশাঙ্ক সিং (৫ কোটি ৫০ লাখ), নেহাল ওয়াধেরা (৪ কোটি ২০ লাখ), প্রাভসিমরান সিং (৪ কোটি), প্রিয়ান্শ আরিয়া (৩ কোটি ৮০ লাখ), মিচেল ওয়েন (৩ কোটি), আজমাতউল্লাহ ওমারজাই (২ কোটি ৪০ লাখ), লকি ফার্গুসন (২ কোটি), ভিজায়কুমার ভিশাক (১ কোটি ৮০ লাখ), ইয়াশ ঠাকুর (১ কোটি ৬০ লাখ), হারপ্রিত ব্রার (১ কোটি ৫০ লাখ), ভিষ্ণু ভিনোদ (৯৫ লাখ), জেভিয়ার বার্টলেট (৮০ লাখ), সুরিয়ানশ শেডগে (৩০ লাখ), পায়লা আভিনাশ (৩০ লাখ), মুশির খান (৩০ লাখ), হারনুর সিং (৩০ লাখ)।
নিলাম থেকে- রাভি বিষ্ণই (৭ কোটি ২০ লাখ), অ্যাডাম মিল্নে (২ কোটি ৪০ লাখ), রাভি সিং (৯৫ লাখ), সুশান্ত মিশ্রা (৯০ লাখ), কুলদিপ সেন (৭৫ লাখ), ইয়াশ রাজ পুঞ্জা (৩০ লাখ), ব্রিজেশ শার্মা (৩০ লাখ), ভিগনেশ পুথুর (৩০ লাখ), আমান রাও (৩০ লাখ)।
আগের ধরে রাখা- ইয়াসাসভি জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পারাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), রাভিন্দ্রা জাদেজা (১৪ কোটি, দলবদল), জফ্রা আর্চার (১২ কোটি ৫০ লাখ), শিমরন হেটমায়ার (১১ কোটি), তুষার দেশপান্ডে (৬ কোটি ৫০ লাখ), সান্দিপ শার্মা (৪ কোটি), নান্দ্রে বার্গার (৩ কোটি ৫০ লাখ), স্যাম কারান (২ কোটি ৪০ লাখ, দলবদল), কিউনা মাফাকা (১ কোটি ৫০ লাখ), বৈভাব সুরিয়াভানশি (১ কোটি ১০ লাখ), ডনোভান ফেরেইরা (১ কোটি), শুভাম দুবে (৩০ লাখ), ইয়ুধভির সিং (৩৫ লাখ), লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (৩০ লাখ)।