images

স্পোর্টস / ক্রিকেট

ধোনির অস্ত্রকে ১৮ কোটি দিয়ে নিল কলকাতা

স্পোর্টস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

আইপিএল নিলামে বড় অঙ্ক খরচ করে শক্তিশালী দল গড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে এবং শ্রীলঙ্কান পেসার মাতিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে নিয়েছে তারা।

পাথিরানাকে কিনতে শুরুতে লড়াই চলছিল দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে। লখনউ ১৬ কোটি রুপি পর্যন্ত দাম হাঁকানোর পর দিল্লি সরে দাঁড়ায়। এরপর কলকাতা নিলামে ঢুকে সরাসরি ১৮ কোটিতে পাথিরানাকে কিনে নেয়।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া নিলামের শুরুতেই ঝড় তোলেন ক্যামেরন গ্রিন। তাকে নিয়ে কেকেআর, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তুমুল লড়াই হয়। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে দলে ভেড়াতে সক্ষম হয় কলকাতা। এর মাধ্যমে আইপিএল ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় হন গ্রিন।

এই দামে তিনি ভেঙে দেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের আগের রেকর্ড। ২০২৪ সালের আইপিএল নিলামে কেকেআরই স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল। তবে সব মিলিয়ে আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখনো ঋষভ পান্ত যাকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছিল লখনউ।

তবে গ্রিন পুরো ২৫ কোটি ২০ লাখ রুপি পাচ্ছেন না। ২০২৫ আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী বিদেশি খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ১৮ কোটি রুপি। ফলে কেকেআর গ্রিনকে দেবে ১৮ কোটি রুপি, আর বাকি ৭ কোটি ২০ লাখ রুপি যাবে বিসিসিআইয়ের খেলোয়াড় কল্যাণ তহবিলে।

উল্লেখযোগ্য আরেকটি বিষয় হলো, গত মৌসুমে ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে আলোচনায় এসেছিল কেকেআর। এবার সেই ভেঙ্কটেশ মাত্র ৭ কোটি রুপিতে বিক্রি হয়েছেন এবং তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।