images

স্পোর্টস / ফুটবল

কারা হচ্ছেন 'ফিফা দ্য বেস্ট', জানা যাবে আজ রাতে

স্পোর্টস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

২০১৭ সাল থেকে প্রতিবছর ফিফা আয়োজন করে আসছে ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডস। এখানে গত এক বছরে বিশ্ব ফুটবলে সেরা পারফরম্যান্স করা খেলোয়াড়, কোচ ও গোলকিপারদের পুরস্কৃত করা হয়।

এবছরের ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। বাংলাদেশ সময় রাত ১১টায় কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে ফিফার সেলিব্রেশন ডিনারের মাধ্যমে ২০২৫ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এবার মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

পুরুষদের সেরা খেলোয়াড়ে কারা এগিয়ে?

২০২৫ সালের সেরা পুরুষ খেলোয়াড়ের জন্য ১১ জন মনোনীত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন উসমান ডেম্বেলে (ফ্রান্স, পিএসজি) ও লামিনে ইয়ামাল(স্পেন, বার্সেলোনা)। গত ব্যালন ডি’অরে এই দুজন প্রথম ও দ্বিতীয় হয়েছিলেন। তাই এবারও তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে পিএসজি। ক্লাবটি থেকে মনোনীত হয়েছেন ডেম্বেলে, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনিয়া।

নারী বিভাগে অবস্থা কেমন?

নারী বিভাগে সেরা খেলোয়াড়ের জন্য ১৭ জন মনোনীত হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বড় নাম আইতানা বোনমাতি (বার্সেলোনা)। তিনি কিছুদিন আগেই ব্যালন ডি’অর জিতেছেন, তাই এবারও তিনি অন্যতম ফেভারিট। বার্সেলোনা থেকে নারী বিভাগে মোট ৫ জন খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন।

কীভাবে দেখা যাবে অনুষ্ঠান?

ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। বিশ্বজুড়ে সবাই বিনামূল্যে দেখতে পারবেন। বাংলাদেশ সময় শুরু হবে রাত ১১টায়।

ভোটিং পদ্ধতি কী?

‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডে ভোট দেন চার ধরনের মানুষ— জাতীয় দলের অধিনায়ক, জাতীয় দলের কোচ, ক্রীড়া সাংবাদিক, অনলাইন ফ্যান ভোট। সব ভোট মিলিয়েই চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়।

পুরুষ বিভাগে মনোনীত খেলোয়াড়রা

উসমান ডেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেস, কোল পামার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনিয়া, লামিনে ইয়ামাল

নারী বিভাগে মনোনীত খেলোয়াড়রা

আইতানা বোনমাতি, আলেক্সিয়া পুতেয়াস, লুসি ব্রোঞ্জ, লরেন জেমস, ক্লোয়ি কেলি, আলেসিয়া রুসো, লিয়া উইলিয়ামসন, মারিওনা কালদেন্তেই, পাত্রি গুইহারো, ক্লাউদিয়া পিনা, স্যান্ডি বাল্টিমোর, নাথালি বিয়র্ন, টেমওয়া চাউইঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলচি ডুমর্নে, লিন্ডসি হিপস, এওয়া পাজোর

আরও যেসব পুরস্কার দেওয়া হবে

-ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (সেরা পুরুষ গোল)
-ফিফা মার্তা অ্যাওয়ার্ড (সেরা নারী গোল)
-সেরা গোলকিপার
-সেরা কোচ
-ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড