স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ম্যাচে শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে পরাজিত করেছে শহীদ মুশতাক একাদশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১৩৮ রান সংগ্রহ করে মুশতাক একাদশ, জবাবে ১০০ রানেই থেমে যায় জুয়েল একাদশ।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শহীদ মুশতাক একাদশ। নির্ধারিত ১৫ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে তোলে ১৩৮ রান। দলের হয়ে কেউ ফিফটি না পেলেও নাদিফ চৌধুরী ছিলেন উজ্জ্বল। তিনি ২৬ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলেন। শেষ দিকে তুষার ইমরান ২৭ বলে ৪২ রান করে অপরাজিত থেকে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন।
জুয়েল একাদশের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন আবদুর রাজ্জাক, তিনি নেন ৩ উইকেট। এছাড়া আনোয়ার হোসাইন ও তারেক আজিজ খান একটি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় শহীদ জুয়েল একাদশ। ওপেনার জাভেদ ওমর বেলিম মাত্র ৮ বলে ৩ রান করে ফিরে যান। এক প্রান্তে শাহরিয়ার নাফীস লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। হারুনুর রশিদ করেন ১৬ বলে ৮ রান, আর আবদুর রাজ্জাক ৬ বলে ১৩ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন।
নাফীস ৩৩ বলে ৩৬ রান করে আউট হলে জুয়েল একাদশের জয়ের আশা অনেকটাই ক্ষীণ হয়ে যায়। শেষ দিকে মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রান করে অপরাজিত থাকেন এবং তালহা জুবায়ের ১৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। ৪ উইকেট হারিয়ে ১০০ রানেই থামে জুয়েল একাদশের ইনিংস।
মুশতাক একাদশের বোলিংয়ে মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান একটি করে উইকেট নেন। ফলে ৩৮ রানের বড় জয়ে বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচ রাঙিয়ে রাখে শহীদ মুশতাক একাদশ।