স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
শ্রীলঙ্কার ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে গ্রেপ্তারের পরিকল্পনা করছে দেশটির সরকার। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জানিয়েছে, তিনি বিদেশে রয়েছেন এবং দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।
ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) জানায়, পেট্রোলিয়ামমন্ত্রী থাকাকালীন অর্জুনা রানাতুঙ্গা ও তাঁর ভাই ধাম্মিকা রানাতুঙ্গা দীর্ঘমেয়াদি তেল কেনার নিয়ম পরিবর্তন করেন। এর ফলে সরকারকে বেশি দামে স্পট মার্কেট থেকে তেল কিনতে হয়।
সংস্থাটির দাবি, ২০১৭ সালে এমন ২৭টি তেল কেনার ঘটনায় শ্রীলঙ্কা সরকারের প্রায় ৮০০ মিলিয়ন রুপি ক্ষতি হয়েছে, যা সে সময়ের হিসেবে ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি ( বাংলাদেশি মুদ্রায় সেটা ৩১ কোটি ৬২ লাখ টাকা।)।
এই মামলায় ইতিমধ্যে অর্জুনার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গাকে আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। অর্জুনা মন্ত্রী থাকাকালীন ধাম্মিকা রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ছিলেন।
কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত ধাম্মিকা রানাতুঙ্গার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৩ মার্চ।
৬২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি। তাঁর নেতৃত্বেই ১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা।
রানাতুঙ্গা ভাইদের বিরুদ্ধে এই মামলা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। ক্ষমতায় আসার পর থেকেই তিনি দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়ে আসছেন।
উল্লেখ্য, রানাতুঙ্গা পরিবারের আরেক ভাই ও সাবেক পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গা গত মাসে একটি বীমা জালিয়াতির মামলায় গ্রেপ্তার হন। মামলাটি এখনো বিচারাধীন। এর আগে ২০২২ সালে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন এবং দুই বছরের স্থগিত কারাদণ্ড পান।