images

স্পোর্টস / ক্রিকেট

সুযোগ পেলে কি বাংলাদেশে ক্রিকেটে কাজ করবেন, যা বললেন শোয়েব আখতার

১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

বাংলাদেশ ক্রিকেটে বিদেশি কোচদের উপস্থিতি নতুন কিছু নয়। চন্ডিকা হাথুরুসিংহে থেকে শুরু করে জেমি সিডন্স, ফিল সিমন্স, মুশতাক আহমেদ, রাসেল ডমিঙ্গো, শন টেইট, ড্যানিয়েল ভেট্টরির মতো তারকা ক্রিকেটাররা বিভিন্ন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করেছেন। তবে এত বড় বড় নামের ভিড়েও এখনো যুক্ত হয়নি পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার।

ভবিষ্যতে বিসিবি থেকে প্রস্তাব এলে কাজ করবেন কি না, এ প্রশ্নে স্পষ্ট কোনো নিশ্চয়তা দিতে পারলেন না শোয়েব আখতার। ২০২৬ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের পরামর্শক হিসেবে কাজ করতে আসা এই গতিতারকা আজ ঢাকার শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন।

আরও পড়ুন- শচীনের পাঁজরের হাড় ভেঙে অনুশোচনায় ভুগছিলাম: শোয়েব আখতার

সংবাদ সম্মেলনে শোয়েব আখতারকে প্রশ্ন করা হয়, বিসিবি যদি তাকে ফাস্ট বোলিং কোচ হিসেবে প্রস্তাব দেয়, তিনি কি কাজ করবেন? জবাবে তিনি বলেন, ‘না। যখন ফাস্ট বোলিংয়ের প্রসঙ্গ আসে, তখন আমার মতে অন্যতম সেরা কোচ পেয়েছেন। শন টেইটের পর আমাকে আপনার দরকার নেই। আমার মতে তার সঙ্গে আপনাদের কাজ করা উচিত। সে অন্যতম দারুণ এক ক্রিকেটার। আমার দেখা অন্যতম সৎ একজন লোক।’

এবারই প্রথম বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হচ্ছেন শোয়েব আখতার। এর আগে বিপিএলের প্রথম ১১ আসরে কখনো তাকে কাজ করতে দেখা যায়নি। ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ কয়েক দিন আগে জানিয়েছিলেন, বাংলাদেশে শোয়েব আখতারের ব্যাপক জনপ্রিয়তার কারণেই মূলত তাকে দলে যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন-ডোপিং থেকে বল ট্যাম্পারিং, শোয়েব আখতারের যত বিতর্কিত ঘটনা

বাংলাদেশে যে তার অসংখ্য ভক্ত-সমর্থক আছেন, সেটাও ভালোভাবেই জানেন শোয়েব। তবে ভবিষ্যতে বিসিবিতে কাজ করার বিষয়টি নিয়ে তিনি এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না। 

শোয়েব বলেন, ‘আমি যদি কখনো বাংলাদেশে আসি, মানুষের হৃদয়ের চ্যাম্পিয়ন হিসেবে আসব। কোনো দলকে কোচিং করানোর পরিকল্পনা আমার নেই। যদি কখনো সুযোগ আসে, আপনারা জানেন বাংলাদেশের প্রতি অনেক ভালোবাসা রয়েছে। সংবাদমাধ্যমেও অনেক ভালো কথা বলেছি। বাংলাদেশের মানুষের আমার প্রতি অনেক ভালোবাসা রয়েছে। যদি সুযোগ আসে, চেষ্টা করব। তবে যথেষ্ট সময়ের দরকার। সমস্যাটা সেখানেই।’

এদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকেও নিয়ে কথা বলেন শোয়েব আখতার। গতির সঙ্গে বাউন্সারে ব্যাটারদের ভয় ধরাতে পারেন নাহিদ, এমনটাই মনে করেন তিনি। ইয়ান বিশপ ও হার্শা ভোগলের মতো আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষকরাও নাহিদ রানার প্রশংসা করেছেন।

শোয়েবের মতে, ফিটনেস ঠিক রাখতে পারলে নাহিদ রানা ভবিষ্যতে বিশ্বের সেরা পেসারদের একজন হতে পারেন। তিনি বলেন, ‘নাহিদ রানার প্রতি আমার পরামর্শ থাকবে, মাংসপেশির ব্যাপারটা সর্বোচ্চ পর্যায়ে ঠিক রাখতে হবে। পেস বোলারের ক্ষেত্রে শরীরের যত্ন নেওয়া জরুরি। শরীর তখনই চাপ নিতে পারবে, যখন আপনার মাংসপেশি শক্ত থাকবে। পেস বাড়াতে হবে ও মাথা উঁচু করার মানসিকতা নিয়ে খেলতে হবে। যদি সে এটা করতে পারে, তাহলে সে অনেক দূর যেতে পারবে।’

বর্তমানে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে শন টেইটের সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। ভবিষ্যতে বিসিবি শোয়েব আখতারকে প্রস্তাব দিলেও তিনি যে এখনই কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত নন, সেটাই আজকের সংবাদ সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি গতিতারকা।

এসটি