images

স্পোর্টস / ক্রিকেট

টাইগার পেসার তাসকিনের কাছে যে চাওয়া শোয়েব আখতারের

১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বলের মালিক পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার শোয়েব আখতার। অনেক বোলারই তার কাছাকাছি পৌঁছালেও এখনো কেউ তার রেকর্ড ভাঙতে পারেননি।

২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে শোয়েব আখতার করেছিলেন ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির বল। সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে এবং ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে আছে।

আরও পড়ুন-ডোপিং থেকে বল ট্যাম্পারিং, শোয়েব আখতারের যত বিতর্কিত ঘটনা

বর্তমান সময়ে অনেক দ্রুতগতির পেসার উঠে এসেছেন। পাকিস্তানের নাসিম শাহ, ভারতের উমরান মালিক, বাংলাদেশের তাসকিন আহমেদ ও নাহিদ রানার মতো বোলাররা নিয়মিত গতির ঝড় তুলছেন। তবে শোয়েব আখতারের ইচ্ছা, তার এই রেকর্ড ভাঙুক বাংলাদেশের তাসকিন আহমেদ।

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন শোয়েব আখতার। তাসকিনও খেলবেন একই দলের হয়ে। দায়িত্ব বুঝে নিতে শোয়েব ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। 

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘তাসকিন যদি আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দেয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। বরং আমি চাই সে রেকর্ডটা ভাঙুক।’

আরও পড়ুন-পলক ফেললেন, তো মিস করলেন শোয়েব আখতারকে

তরুণ পেসারদের উদ্দেশে শোয়েব বলেন, খেলাটা উপভোগ করাটাই সবচেয়ে জরুরি। তিনি নিজের খেলোয়াড়ি জীবনের কথাও তুলে ধরেন। শোয়েব জানান, বল করার সময় তিনি ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে আঘাত করেছিলেন। এমনকি তার পাঁজরের হাড়ও ভেঙে গিয়েছিল। তবে শচীনই তার সবচেয়ে প্রিয় খেলোয়াড়।

শোয়েব আখতার বলেন, ‘পেসারদের প্রতি আমার উপদেশ, নিজেকে উপভোগ কর। লম্বা চুল, শার্ট, লম্বা গোঁফ থাকে অনেকের। রান আপের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ কর। নিজেকে উপভোগ কর ও মানুষকে দেখিয়ে দাও। একই সঙ্গে তোমার লক্ষ্য হওয়া উচিত কাউকে আঘাত না করে উইকেট নেওয়া। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা শচীন টেন্ডুলকার আমার প্রিয় খেলোয়াড়। তাঁর হেলমেটে আঘাত করেছি। পাঁজর ভেঙে দিয়েছি। খারাপ লেগেছে আমার।’