১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
গতি আর আগ্রাসনের প্রতীক হিসেবে পরিচিত পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার শোয়েব আখতার জানালেন, ক্যারিয়ারে ব্যাটারদের আঘাত করা কখনোই তার আনন্দের বিষয় ছিল না। বরং উইকেট নেওয়াই তাকে সবচেয়ে বেশি তৃপ্তি দিত।
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে ফাস্ট বোলিংয়ের আসল আনন্দ নিয়ে কথা বলেন শোয়েব। তিনি বলেন, ফাস্ট বোলারদের মূল লক্ষ্য হওয়া উচিত উইকেট নেওয়া, কাউকে আঘাত করা নয়।
শোয়েব আখতার বলেন, 'আমার পরামর্শ হলো, নিজেকে উপভোগ করো... ফাস্ট বোলিং একটা ইভেন্ট। প্রতিটি বলই একটা ইভেন্ট। কিন্তু সব সময় মনে রাখতে হবে, লক্ষ্য যেন হয় উইকেট নেওয়া, মানুষকে আঘাত করা নয়।'
আরও পড়ুন-ডোপিং থেকে বল ট্যাম্পারিং, শোয়েব আখতারের যত বিতর্কিত ঘটনা
তিনি স্বীকার করেন, মাঠে তিনি অনেক সময়ই আগ্রাসী ছিলেন এবং কিছু ব্যাটসম্যান আহতও হয়েছেন। তবে কাউকে আঘাত করার চেয়ে উইকেট নেওয়ার আনন্দই তার কাছে ছিল অনেক বেশি। শচীন টেন্ডুলকারকে আঘাত করার ঘটনার কথা স্মরণ করে শোয়েব বলেন, ঘটনাটি তাকে খুব কষ্ট দিয়েছিল।
পাকিস্তান পেস তারকা বলেন, 'আমি সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজনকে আঘাত করেছিলাম, আমার প্রিয় শচীন টেন্ডুলকার। আমি তাকে মাথায় আঘাত করেছিলাম এবং তার পাঁজরে আঘাত করেছিলাম। আমি তার পাঁজরের হাড় ভেঙে দিয়েছিলাম। আর আমার খুব খারাপ লেগেছিল কারণ সে আমার দেখা সবচেয়ে ভালো মানুষ এবং যাকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি।'
আরও পড়ুন-টাইগার পেসার তাসকিনের কাছে যে চাওয়া শোয়েব আখতারের
২০০৪ চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে আঘাত করার পরও তিনি ভীষণ অনুশোচনায় ভুগেছিলেন। শোয়েব বলেন, 'ব্রায়ান লারাকে আঘাত করে আমার খুব খারাপ লেগেছিল। তাই আমি তাকে শুধু জড়িয়ে ধরেছিলাম। আমি নিশ্চিত করেছিলাম পরের দিন সকালে আমি তাকে জড়িয়ে ধরি। আমি তার কপালে চুমু দিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম, আমি খুব দুঃখিত।'
এর জবাবে লারা মজা করে বলেছিলেন, 'যদি তুমি দুঃখিত হও, তাহলে বলটা নিচে করো। উপরে কেন বোলিং করছো?'
সবশেষে শোয়েব আখতার নিজের মতে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা তিন ক্রিকেটারের নাম জানান। তার তালিকায় আছেন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম এবং শচীন টেন্ডুলকার।