images

স্পোর্টস / ফুটবল

দিল্লিতে ২৫-৫০টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুসে!

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির 'দ্য গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫'-এর শেষ গন্তব্য রাজধানী দিল্লি। ১৫ ডিসেম্বর (সোমবার) তিনি দিল্লিতে পৌঁছান, যেখানে অরুণ জেটলি স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল। কিন্তু শীতের কুয়াশা ও চরম বায়ুদূষণের কারণে তার ফ্লাইট দেরি হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ বাতিল হয়ে যায়।

দিল্লিতে সকাল থেকেই ঘন কুয়াশা, দৃশ্যমানতা প্রায় শূন্য এবং বায়ুর মান অত্যন্ত খারাপ। এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪০০-এর উপরে থাকায় শহর জুড়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮.২ ডিগ্রি সেলসিয়াসে। 

এই দূষিত বাতাস শ্বাসকষ্ট ও ঠান্ডার সমস্যা বাড়িয়েছে। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, এখানকার বায়ু এক দিনে ২৫-৫০টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের বন্যা। একটি জনপ্রিয় মিমে লেখা ‘মেসি, দিল্লিতে স্বাগত! তোমার বাঁ পা ৯০০ মিলিয়ন ডলারে বিমা করা, কিন্তু ফুসফুসের কী হবে?’

উল্লেখ্য, কলকাতা (১৩ ডিসেম্বর) গভীর রাতে পৌঁছান মেসি। নিজের ৭০ ফুটের ভাস্কর্য উদ্বোধন করেন। কিন্তু যুবভারতী স্টেডিয়ামে ভিড় নিয়ন্ত্রণের অভাবে বিশৃঙ্খলা হয়, অনুষ্ঠান ছোট করে শেষ করতে হয়। হায়দরাবাদ সেখানে সফল অনুষ্ঠান, শিশুদের কোচিং সেশন ও প্রদর্শনী ম্যাচ। মুম্বাইতে শচীন টেন্ডুলকার, সুনীল ছেত্রীসহ তারকাদের সঙ্গে দেখা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমজমাট অনুষ্ঠান। দিল্লি সফরের শেষ ধাপ, কিন্তু দূষণ ও কুয়াশার কারণে চ্যালেঞ্জিং।

১৪ বছর পর ভারতে মেসির এই সফর ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছড়ালেও দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।