images

স্পোর্টস / ক্রিকেট

তাইজুল ও নাওয়াজকে হারিয়ে নভেম্বরের সেরা হারমার

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

আইসিসির নভেম্বর মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অফস্পিনার সিমন হারমার। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে এই সম্মান অর্জন করেন তিনি।

বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন হারমার।

ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন হারমার। প্রায় ২৫ বছর পর এশিয়ার কোনো দেশে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। কলকাতা ও গুয়াহাটিতে খেলা দুই টেস্টে মাত্র ৮.৯৪ গড়ে ১৭ উইকেট নেন এই অফস্পিনার। প্রথম টেস্টে নেন ৮ উইকেট, দ্বিতীয় টেস্টে ৭ উইকেট। অসাধারণ পারফরম্যান্সের কারণে সিরিজ সেরার পুরস্কারও পান তিনি।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় হারমার বলেন, “আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। দেশের হয়ে খেলাই আমার স্বপ্ন, তার সঙ্গে এমন স্বীকৃতি পাওয়া সত্যিই বিশেষ।”

তিনি আরও বলেন, “এই পুরস্কার আমি আমার সতীর্থ, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ভাগ করে নিতে চাই। একই সঙ্গে এটি আমার পরিবারের জন্য উৎসর্গ করছি, যারা সবসময় আমাকে সমর্থন দেন।”

নভেম্বরের সেরা হওয়ার দৌড়ে ছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে তিনি ১৩ উইকেট নেন ২৬.৩০ গড়ে। সিলেটে এক ইনিংসে নেন ৫ উইকেট, আর মিরপুর টেস্টে দুই ইনিংসেই নেন ৪টি করে উইকেট। সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়ে তিনিও হন সিরিজ সেরা।

তবে সব দিক বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পান দক্ষিণ আফ্রিকার সিমন হারমার।