images

স্পোর্টস / ক্রিকেট

অ্যাশেজ হার ঠেকাতে ইংল্যান্ড একাদশে আছেন কারা

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হেরে অনেকটাই চাপে আছে ইংল্যান্ড। এই ঐতিহ্যবাহী সিরিজের ইতিহাস বলছে, ০–২ ব্যবধানে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন। তবু সেই কঠিন কাজটাই করতে আগামী বুধবার মাঠে নামবে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল।

ইংল্যান্ড দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নটিংহামশায়ারের ২৮ বছর বয়সী ফাস্ট বোলার জশ টাংকে দলে ফেরানোর কথা ভাবা হচ্ছে। এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলে তিনি নিয়েছেন ৩১টি উইকেট। ২০২৩ সালের অ্যাশেজে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন টাং। সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টেও পাঁচ উইকেট নেন তিনি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৯ উইকেট নিয়ে ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারী।

অন্যদিকে এবারের অ্যাশেজে তেমন ভালো করতে পারেননি অ্যাটকিনসন। দুই টেস্টে তিনি পেয়েছেন মাত্র তিনটি উইকেট। ৫৪ ওভারে প্রায় ৭৯ গড়ে রান দিয়েছেন, যা ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ। পার্থ টেস্টে কোনো উইকেট পাননি তিনি। গাব্বায় প্রথম ইনিংসে ১১৪ রান দিয়ে মাত্র এক উইকেট নেন। পরে অস্ট্রেলিয়ার রান তাড়ার সময় দু’টি উইকেট নিলেও পারফরম্যান্স সন্তোষজনক ছিল না।

আরেক পেসার ব্রাইডন কার্সও নিজের সেরা ছন্দে নেই। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ২৯ ওভারে ১৫২ রান দেন তিনি, যদিও চারটি উইকেট নিয়েছিলেন।

জশ টাং সম্প্রতি চোটে ভুগেছেন, বিশেষ করে ডান কাঁধের সমস্যা ছিল গুরুতর। সেরে উঠতে তাকে অস্ত্রোপচার ও বোটক্স ইনজেকশন নিতে হয়েছে। তবে তার বোলিং অ্যাঙ্গেল, গতি এবং স্ট্যাম্প বরাবর ধারাবাহিক আক্রমণ ইংল্যান্ডের পেস আক্রমণে নতুন শক্তি যোগ করতে পারে বলে মনে করছেন দলের কোচ ও নির্বাচকরা।

এডিলেড টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, জশ টাং