images

স্পোর্টস / ক্রিকেট

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় কামিন্স-খাজার ক্ষোভ, রক্তদানের আহ্বান

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ এএম

সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডাই বিচে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে হওয়া এই হামলায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হন এবং ৪২ জন আহত হন।

নিউ সাউথ ওয়েলস হেলথ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পর্যন্ত ২৭ জন আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে।

এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স সাধারণ মানুষকে দ্রুত রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। সোমবার তিনি ইনস্টাগ্রামে লেখেন, বন্ডাইয়ের এই ভয়াবহ ঘটনায় তিনি খুবই মর্মাহত। তিনি নিহত ও আহতদের পরিবার, বন্ডাই এলাকার মানুষ এবং ইহুদি সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি যাঁদের পক্ষে সম্ভব, তাঁদের দ্রুত রক্তদানের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আহ্বান জানান।

রক্ত সংগ্রহকারী সংস্থা লাইফব্লাড জানিয়েছে, বিশেষ করে 'ও' নেগেটিভ ও 'ও' পজিটিভ রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। সংস্থাটি জানায়, খুব কম মানুষের রক্তের গ্রুপ 'ও' নেগেটিভ হলেও জরুরি পরিস্থিতিতে এই রক্ত সবচেয়ে বেশি প্রয়োজন হয়।

এই হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খাজাও। তিনি ইনস্টাগ্রামে লেখেন, এই অর্থহীন সহিংসতায় প্রাণহানি, ভেঙে পড়া পরিবার এবং আতঙ্কিত বন্ডাই এলাকার মানুষদের কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। তিনি ইহুদি সম্প্রদায় ও বন্ডাই এলাকার মানুষের জন্য প্রার্থনা করেন এবং বলেন, ঘৃণাজনিত অপরাধের কোনো জায়গা নেই।

এ ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড যৌথভাবে শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে দুঃখিত এবং ভুক্তভোগী ও অস্ট্রেলিয়ার মানুষের পাশে রয়েছে।