images

স্পোর্টস / ক্রিকেট

লুকিয়ে থেকে প্রাণে বাঁচলেন ভন, জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ইহুদি ধর্মীয় উৎসব হনুকা উদযাপনের সময় সশস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

এই সময় অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ খেলতে অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেট দল। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন সেখানে অ্যাশেজের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। হামলার সময় তিনি বন্ডাই বিচের কাছের একটি রেস্তোরাঁয় ছিলেন।

ভয়াবহ এই ঘটনায় ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন মাইকেল ভন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, এটি ছিল তাঁর জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতা। তবে পরে তিনি নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন বলে জানান।

ভন জরুরি সেবাদানকারী দলকে ধন্যবাদ জানান, যারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একই সঙ্গে তিনি এক সাহসী সাধারণ মানুষকে ধন্যবাদ দেন, যিনি বন্দুকধারী হামলাকারীর সামনে দাঁড়িয়ে তাকে প্রতিরোধ করেন।

ভনের পোস্টে তিনি লেখেন, “বন্ডির একটি রেস্তোরাঁয় আটকে পড়া সত্যিই ভীতিকর ছিল। এখন নিরাপদে বাড়ি ফিরেছি। জরুরি সেবাদলকে ধন্যবাদ, আর সেই সাহসী মানুষটিকেও ধন্যবাদ, যিনি হামলাকারীর মুখোমুখি হয়েছিলেন। এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা।”

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, এই হামলায় দুইজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক সাধারণ মানুষ বন্দুকধারীর হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাকে নিয়ন্ত্রণে আনেন।

হামলাটি ঘটে সিডনির অন্যতম বড় পর্যটনকেন্দ্র বন্ডাই বিচের কাছাকাছি এলাকায়। বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছোড়ায় মানুষ আতঙ্কে দৌড়ে পালাতে থাকে এবং আশ্রয় নেয়। আশপাশের এলাকায় পড়ে থাকা হতাহতদের দেহও দেখা গেছে।

এরই মধ্যে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট সিডনিতে এবং দ্বিতীয় টেস্ট মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছে। আগামী বুধবার অ্যাডিলেডে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।