স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০২ এএম
২০২৬ সালের মার্চে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে ৩ মে পর্যন্ত। পিএসএলের এই সূচির কারণে পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফর পিছিয়ে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, পাকিস্তান দলের আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরের কথা ছিল। এই সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট ম্যাচের পাশাপাশি ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি রয়েছে।
তবে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, পিএসএলের সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই সিরিজের সময় পরিবর্তন হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি সম্প্রতি পিএসএলের সূচি ঘোষণা করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
জিও সুপার বিসিবির একটি সূত্রের বরাতে জানিয়েছে, দুই বোর্ডের মধ্যে বর্তমানে আলোচনা চলছে এবং সিরিজটি নতুন সময়ে আয়োজন করা হতে পারে। তবে ম্যাচের সংখ্যা কমানো হবে না বলে নিশ্চিত করেছে বিসিবি।
সূত্রটি জানায়, “সিরিজটি নতুন সময়ে স্থানান্তরিত হবে। দুই বোর্ড বিষয়টি নিয়ে আলোচনা করছে। ম্যাচের সংখ্যা কোনোভাবেই কমানো হবে না। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সূচিতে কিছুটা সমন্বয় আনা হতে পারে।”
সবকিছু চূড়ান্ত হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সমন্বয় করে আনুষ্ঠানিকভাবে নতুন সূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০১৬ সালে ৫টি দল নিয়ে যাত্রা শুরু করে পাকিস্তান সুপার লিগ। ২০১৮ সালে দলসংখ্যা বেড়ে হয় ৬টি। আগামী ১১তম আসরে আরও দুটি নতুন দল যুক্ত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর।