images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপের টিকিট নিয়ে ক্ষোভ নিউইয়র্কের মেয়র মামদানির

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হতেই ব্যাপক চাহিদা দেখা গেছে। তৃতীয় ধাপে টিকিট বিক্রির প্রথম ২৪ ঘণ্টায় আবেদন পড়েছে ৫০ লাখেরও বেশি। এতে বোঝা যায়, বিশ্বকাপের টিকিট নিয়ে মানুষের আগ্রহ কতটা বেশি।

তবে এই বিপুল চাহিদার পাশাপাশি উঠেছে সমালোচনার ঝড়। টিকিটের অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে ফিফার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন সমর্থকেরা। ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) ফিফাকে ‘বিশ্বাসঘাতক’ বলেও আখ্যা দিয়েছে।

এবার এই ইস্যুতে মুখ খুলেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি টিকিটের অতিরিক্ত দাম নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন এবং নিউইয়র্কের স্থানীয় দর্শকদের জন্য টিকিটের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ফাইনালসহ মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।

মামদানি বলেন, ‘নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর। বিশ্বকাপ নিয়ে এখানকার মানুষের উত্তেজনা অনেক বেশি। কিন্তু টিকিটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। চাহিদা আর সময়ের অজুহাতে ফিফা বারবার দাম বাড়াচ্ছে। আমি চাই, স্থানীয় দর্শকদের জন্য বিশেষ ছাড় দেওয়া হোক। আগের বিশ্বকাপগুলোতে এমনটা দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘টিকিটের দামের কারণে কেউ যেন ঘরে বসে খেলা দেখতে বাধ্য না হয়। সমর্থকদের জন্য নির্দিষ্ট সংখ্যক টিকিট সংরক্ষণ করা উচিত এবং সেগুলো নির্দিষ্ট দামে বিক্রি করা দরকার। বিশ্বকাপ শুধু টিভিতে দেখার জন্য নয়, আমরা চাই মানুষ মাঠে এসে খেলা দেখুক, গ্যালারি ভরে উঠুক।’

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম রাখা হয়েছে ১৮০ থেকে ৭০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২১ হাজার ৯৫৫ থেকে ৮৫ হাজার ৩৮৪ টাকা।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। ফাইনালের টিকিটের দাম আরও বেশি। সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ৪ হাজার ১৮৫ ডলার, অর্থাৎ প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা। আর সবচেয়ে দামি টিকিটের জন্য গুনতে হবে ৮ হাজার ৬৮০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ ৫৭ হাজার টাকা।

টিকিটের এই উচ্চমূল্য নিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা ও সমালোচনা চলছে। এখন দেখার বিষয়, ফিফা সমর্থকদের দাবির প্রতি কতটা সাড়া দেয়।