images

স্পোর্টস / ফুটবল

যে কারনে আইপিএল ছেড়ে পাকিস্তান লিগ বেছে নিচ্ছেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার ডেভিড উইলি মনে করেন, খেলোয়াড়দের জন্য বেশি নিশ্চয়তা ও নিরাপত্তা থাকায় অনেক ক্রিকেটার এখন আইপিএলের বদলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগ্রহী হচ্ছেন।

উইলির মতে, পিএসএল তুলনামূলকভাবে ছোট লিগ হওয়ায় এখানে খেলোয়াড়রা নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পান। কিন্তু আইপিএলে দল বড় এবং প্রতিযোগিতা অনেক বেশি হওয়ায় অনেক ক্রিকেটারকে দীর্ঘ সময় বেঞ্চে বসে থাকতে হয়। অনেক খেলোয়াড়ের কাছেই নিয়মিত খেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সম্প্রতি ফাফ ডু প্লেসিস ও মঈন আলী আইপিএল না খেলে পিএসএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলও আইপিএলে নাম না দিয়ে আবার পিএসএলে ফেরার পথে রয়েছেন বলে জানা গেছে।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে উইলি বলেন, “এটা পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। আইপিএল নিলামে কী হবে, সেটা আগে থেকে বোঝা যায় না। পিএসএলে খেলোয়াড়রা কিছুটা বেশি নিশ্চিত সুযোগ পায়। অনেকের জন্য নিয়মিত খেলাই সবচেয়ে বড় ব্যাপার।”

তবে আইপিএলের গুরুত্ব ও আকর্ষণ অস্বীকার করেননি উইলি। তিনি বলেন, “ভারতে আইপিএলের যে বিশালতা ও পরিবেশ, তা সত্যিই আলাদা। খেলাধুলার দুনিয়ায় এমন অভিজ্ঞতা খুব কমই পাওয়া যায়।”

এদিকে আইপিএলের সময়সূচির সঙ্গে পিএসএলের সময় মিলে গেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিছিয়ে আসেনি। এতে আইপিএলে দল না পাওয়া বা কম সুযোগ পাওয়া খেলোয়াড়দের জন্য পিএসএল হয়ে উঠছে নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ।

উল্লেখ্য, আইপিএল ২০২৫ নিলামে মঈন আলী কোনো দল পাননি। গ্লেন ম্যাক্সওয়েল পাঞ্জাব কিংসের হয়ে খারাপ পারফরম্যান্সের পর দল থেকে বাদ পড়েন। আর দিল্লি ক্যাপিটালসের হয়ে ফাফ ডু প্লেসিস চোটের কারণে গত মৌসুমে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি।