images

স্পোর্টস / ক্রিকেট

ডোপিং থেকে বল ট্যাম্পারিং, শোয়েব আখতারের যত বিতর্কিত ঘটনা

স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

ক্রিকেটের মাঠে যখন তিনি দৌড়াতেন, তখন যেন একটা ঝড় উঠত! ঘণ্টায় ১৬১ কিলোমিটারের বেশি গতিতে বল ছুড়ে ব্যাটসম্যানদের হৃদয় কাঁপিয়ে দিতেন পাকিস্তানের 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' শোয়েব আখতার। কিন্তু তার ক্যারিয়ার শুধু উইকেট আর রেকর্ডের গল্প নয়, এতে মিশে আছে একের পর এক ঝড়ো বিতর্ক, যা ক্রিকেট দুনিয়াকে বারবার নাড়িয়ে দিয়েছে। 

চাকিং অভিযোগ (১৯৯৯-২০০১)

শোয়েবের গতি ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। ১০০ মাইল প্রতি ঘণ্টা ব্যারিয়ার ভাঙা প্রথম বোলার হিসেবে তিনি ইতিহাসে নাম লেখান। কিন্তু এই গতির পিছনে লুকিয়ে ছিল বিতর্কের বীজ! তার হাইপার-এক্সটেনশন অ্যাকশনকে 'চাকিং' বলে রিপোর্ট করা হয় দু'বার। 

Shoaib-Akhtar-Slams-Marcus-Stoinis-Shameful-Act1400_62fc9ed1ba878আইসিসি তাকে নিষিদ্ধ করে, কিন্তু তিনি লড়াই করেন; বায়োমেকানিক্স টেস্ট দেন এবং ছাড়পত্র পান। তবু এই বিতর্ক তার অ্যাকশন নিয়ে সন্দেহের ছায়া ফেলে রাখে চিরকাল। সেই বিতর্কিত অ্যাকশনের ছবি আজও ক্রিকেটপ্রেমীদের মনে জাগরূক!

shoheb_akhatr

বল ট্যাম্পারিংয়ের কালো অধ্যায়

২০০৩ সালে শ্রীলঙ্কায় পোর্ট এলিজাবেথ টেস্টে বল স্ক্র্যাচ করার অভিযোগে নিষিদ্ধ হন। পরে আরও একবার একই অভিযোগ। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে তার আত্মজীবনীতে। শোয়েব স্বীকার করেন যে পাকিস্তানের প্রায় সব পেসারই বল ট্যাম্পার করেছে! এই স্বীকারোক্তি ক্রিকেটের 'অন্ধকার যুগ'-এর দরজা খুলে দেয়।

fbd4f483bcd377b7b686157c09421085

ডোপিং স্ক্যান্ডালের ধাক্কা (২০০৬)

২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মোহাম্মদ আসিফের সঙ্গে ন্যানড্রোলন স্টেরয়েড পজিটিভ আসে শোয়েবের। পিসিবি তাকে ২ বছরের নিষেধাজ্ঞা দেয়, আসিফকে আজীবন। পরে আপিলে ছাড় পান শোয়েব, কিন্তু এই ঘটনা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তিতে গভীর ক্ষত করে। বিশ্ব ক্রিকেটে এটি ছিল সবচেয়ে বড় ডোপিং কেলেঙ্কারি!

shohed_akhtar_dressing_

ড্রেসিংরুমে রক্তাক্ত লড়াই (২০০৭)

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় নেট প্র্যাকটিসে ঝগড়া। শোয়েব ব্যাট দিয়ে আঘাত করেন সতীর্থ মোহাম্মদ আসিফকে, আসিফের উরুতে গভীর ক্ষত। শাহিদ আফ্রিদি মাঝে পড়ে থামান। শোয়েবকে দেশে ফেরত পাঠানো হয়। এই ঘটনা পাকিস্তান টিমের অভ্যন্তরীণ বিভেদকে সামনে আনে!

Screenshot_2025-12-13_142751

আত্মজীবনী 'Controversially Yours'-এর বিস্ফোরণ প্রকাশ (২০১১) 

বই প্রকাশের পর ক্রিকেট দুনিয়ায় হইচই! শোয়েব লেখেন – সচিন টেন্ডুলকার তার গতির সামনে ভয় পেয়েছিলেন, রাহুল দ্রাবিড়কে 'ম্যাচ ফিক্সার' বলে ইঙ্গিত, ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসকে কড়া সমালোচনা, এমনকি বল ট্যাম্পারিংয়ের স্বীকারোক্তি। পিসিবি তাকে নোটিশ পাঠায়, সচিন-দ্রাবিড় ক্ষুব্ধ। বইয়ের নামই যেন তার জীবনের প্রতিচ্ছবি!