স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
কার্লো আনচেলত্তির ওপর পুরোপুরি ভরসা রাখছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইতালিয়ান এই অভিজ্ঞ কোচের কাজে সন্তুষ্ট হয়ে তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে রাখতে চায় সংস্থাটি।
গত মে মাসে ইউরোপের সফল ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নেন আনচেলত্তি। বর্তমানে তার চুক্তির মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে স্পেনের ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, খুব শিগগিরই তার সঙ্গে নতুন চুক্তি করতে পারে সিবিএফ, যেখানে মেয়াদ বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত করা হবে।
ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আনচেলত্তি কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো, নেইমারকে এখনই জাতীয় দলে না ফেরানো। নেইমার ব্রাজিলের বড় তারকা হলেও, পুরোপুরি ফিট না হলে তাকে দলে নেওয়া হবে না, এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৬৬ বছর বয়সী এই কোচ।
রিয়াল মাদ্রিদ, এসি মিলান, জুভেন্টাস, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে আনচেলত্তির। তার অধীনে ব্রাজিল এখনও সেরা ছন্দে না ফিরলেও, মাঠের খেলায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
সিবিএফের বিশ্বাস, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফেরানোর জন্য কার্লো আনচেলত্তিই সবচেয়ে যোগ্য মানুষ।