images

স্পোর্টস / ফুটবল

সালাহর সঙ্গে আলোচনায় বসবেন লিভারপুল কোচ স্লট

স্পোর্টস ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

লিভারপুলের কোচ আরনে স্লট জানিয়েছেন, শুক্রবার সকালে মোহামেদ সালাহর সঙ্গে সরাসরি কথা বলেই তিনি ঠিক করবেন ব্রাইটনের বিপক্ষে সপ্তাহান্তের ম্যাচে এই ফরোয়ার্ডকে রাখা হবে কি না।

গত তিন ম্যাচে একবারও শুরুর একাদশে জায়গা না পেয়ে, বিশেষ করে লিডসের সঙ্গে ৩–৩ ড্রয়ের ম্যাচে বেঞ্চে বসে থাকায়, সালাহ অভিযোগ তুলেছিলেন ক্লাব নাকি তাকে “বাসের নিচে ফেলে দিয়েছে”। ম্যাচের পর সংবাদমাধ্যমকে তিনি আরও বলেন, বর্তমান কোচ স্লটের সঙ্গে তার কোনোরকম সম্পর্কই নেই।

৩৩ বছর বয়সী তারকা এরপর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে স্কোয়াডেও ছিলেন না। লিভারপুল সে ম্যাচ জিতলেও সালাহ একা জিমে অনুশীলনের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

স্লট বলেন, “আজ সকালে মো’র সঙ্গে আমার কথা হবে। সেই আলোচনা কী ফল দেয়, সেটা দেখেই আগামীকালের পরিকল্পনা ঠিক করব।” তিনি আরও যোগ করেন, “মো সম্পর্কে পরের বার যখন কিছু বলব, সেটা তার সঙ্গে কথা বলেই বলব, এখানে নয়। যত প্রশ্নই করুন, এর বাইরে বলার মতো খুব বেশি কিছু নেই। সান্ডারল্যান্ড ম্যাচের পর (৩ ডিসেম্বরের ১–১ ড্র, যেখানে সালাহ বদলি হিসেবে নেমেছিলেন) তার এজেন্টদের সঙ্গে, এবং তার সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে।”

সালাহকে নিয়ে আরও প্রশ্ন এলে স্লট সেগুলো এড়িয়ে যান, তবে বলেন, “আমি তো তাকে রাখতেই চাই। এটুকুই আপনার প্রশ্নের উত্তর।” এপ্রিল মাসে সালাহ লিভারপুলের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে সই করেন, যা তাকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন বানিয়েছে। শনিবার ব্রাইটনের বিপক্ষে ম্যাচ শেষে তিনি দেশের হয়ে আফ্রিকা কাপ অব নেশনস খেলতে মরক্কোতে যোগ দেবেন। মিশর কত দূর পর্যন্ত যায় তার ওপরই নির্ভর করছে, ক্লাব থেকে তার অনুপস্থিতির সময় কতদিন দীর্ঘ হবে, টুর্নামেন্টের ফাইনাল ১৮ জানুয়ারি।

সালাহ ইতোমধ্যে লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয়, ৪২০ ম্যাচে তার গোল ২৫০। লিভারপুলের হয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছেন। গত মৌসুমে লিগে তার গোল ছিল ২৯, তবে এবারের ১৩ ম্যাচে তিনি করেছেন মাত্র চারটি।

লিভারপুল বর্তমানে টেবিলের ১০ম স্থানে, শেষ ১০ লিগ ম্যাচে মাত্র দু’টি জয়ে তাদের পতন আরও স্পষ্ট। এর মাঝেই সালাহর নাম ঘুরছে সৌদি প্রো লিগে সম্ভাব্য ট্রান্সফারের আলোচনায়।